ভারত সনাতন ‘হিন্দু রাষ্ট্র’
যাদের সমস্যা তাদের অন্য দেশে চলে যাওয়া উচিত: ধীরেন্দ্র শাস্ত্রী
ভারতে বাগেশ্বর ধামের বাবা ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বলেছেন, সনাতন ‘হিন্দু রাষ্ট্র’ নিয়ে যাদের সমস্যা তাদের অন্য দেশে যাওয়া উচিত। ভারতে যখন হিন্দুরা বাস করে তখন কেন তাকে ‘হিন্দু রাষ্ট্র’ বলবেন না?
গতকাল (মঙ্গলবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ ধরণের মন্তব্য করেছেন। ধীরেন্দ্র শাস্ত্রী অনেক দিন ধরেই দেশ-বিদেশে শিরোনামে রয়েছেন। তার বিরুদ্ধে কুসংস্কার প্রচারের অভিযোগ উঠেছে। বাবা ধীরেন্দ্র শাস্ত্রীর দাবি- বিশ্বে যত ভারতীয় আছে তাদের সকলের শিরায় রাম-কৃষ্ণের রক্ত বয়ে চলেছে। আমাদের পরিকল্পনা সনাতন ‘ হিন্দু রাষ্ট্র’ ‘অখন্ড ভারত’। সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানের প্রথম পাতায় ভগবান রামের ছবি রয়েছে। তাই আমরা বলি সংবিধান অনুযায়ী ‘হিন্দু রাষ্ট্র’ গড়ব।
বাগেশ্বর ধামের বাবা বলেন, ‘হিন্দুরা ভারতে বাস করে, তাহলে কেন এটিকে ‘হিন্দু রাষ্ট্র’ করা যায় না? এখানে বসবাসকারী মুসলিম, শিখ, খ্রিস্টান সব ধর্মের লোকেরাই হিন্দু। পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেগুলোকে ইসলামিক দেশ বলা হয় কারণ সেখানে মুসলিম রয়েছে। খ্রিস্টান দেশও আছে, তাহলে হিন্দু রাষ্ট্র কেন নয়?’
তিনি বলেন, ‘কীভাবে ভারতকে হিন্দু রাষ্ট্র করা যায়, সেই বিষয়ে আমরা মানুষকে সচেতন করব। আমরা মানুষকে হিন্দু রাষ্ট্রের সুবিধা বলব এবং তারপর তাদের শপথ গ্রহণ করাবো। যখন দেশের এক-তৃতীয়াংশ মানুষ কথা বলবে, তখন সরকারকে তাদের কথা মানতে হবে।’
‘এবিপি নিউজ’ হিন্দি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তার দাবি- দেশের বহু মানুষ হিন্দু রাষ্ট্রের দাবি করছে। তাদের মধ্যে মুসলিম, খ্রিস্টান, শিখও রয়েছে। কুসংস্কার নির্মূল সমিতির চেয়ারম্যান শ্যাম মানব বাবা ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে কুসংস্কার প্রচারের অভিযোগ এনেছিলেন। এসব অভিযোগের তদন্তের পর বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রীকে ক্লিনচিট দিয়েছে নাগপুর পুলিশ। তারা কুসংস্কার ছড়ানোর প্রমাণ পায়নি, নাগপুরে কোনও আইন লঙ্ঘন হয়নি বলেও জানিয়েছে পুলিশ।
সম্প্রতি সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বঘোষিত এই ধর্মগুরু ধীরেন্দ্র শাস্ত্রী বলেন, সনাতন ধর্মকে যারা বিরোধ করবেন তাদের বয়কট করা হবে। তিনি বলেন, ‘যারা ধর্মসূত্রে হিন্দু, তাদের ধর্মে ফিরিয়ে আনা হচ্ছে। কিছু মানুষ তাতে বাধা দিচ্ছেন। তাদের শিক্ষা দিতে হবে। আমি যতদিন বেঁচে আছি, ততদিন আমি সনাতনি হিন্দুদের তাদের নিজস্ব ধর্মে ফিরিয়ে আনব’ বলেও মন্তব্য করেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী।#
পার্সটুডে/এমএএইচ/জিএআর/১৫