বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের অভিমত
'নওশাদ সিদ্দিকিকে এতদিন জেলে রাখার মতো কারণ আছে বলে মনে করি না'
ভারতের পশ্চিমবঙ্গের ‘আইএসএফ’ বিধায়ক নওশাদ সিদ্দিকি গ্রেফতার হয়ে দীর্ঘদিন ধরে জেলা থাকা প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, নওশাদ সিদ্দিকিকে এত দিন জেলে রাখার মতো কারণ আছে বলে মনে করি না।
নওশাদ সিদ্দিকি গ্রেফতার হয়ে জেলে থাকায় তিনি বাজেট অধিবেশনে বিধানসভায় উপস্থিত না থাকতে পারা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আজ (বুধবার) তার ব্যক্তিগত মন্তব্যে বলেছেন, ‘ওর আইনজীবীদের উচিত ছিল এ বিষয়ে যুক্তিযুক্ত ভাবে পদক্ষেপ গ্রহণ করা। আমি ব্যক্তিগত ভাবে তাকে এত দিন জেলে রাখার মতো কারণ আছে বলে মনে করি না।’ তিনি বলেন, ‘স্পিকার বা বিধায়ক হিসেবে নয়। আইনজীবী হিসেবে মনে করি না ওর এত দিন জেলে থাকা উচিত।’
গত ২১ জানুয়ারি কোলকাতার ধর্মতলায় ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা ‘আইএসএফ’-এর প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি ঘিরে বিক্ষোভের জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আইএসএফ কর্মী-সমর্থকদের। ওই ঘটনাকে কেন্দ্র করে আইএসএফ বিধায়ক নওশাদসহ বহু সমর্থককে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকে নওশাদ সিদ্দিকি এবং আইএসফের ওই কর্মী-সমর্থকেরা এখনও জেলেই রয়েছেন।
জেলে থাকার কারণেই বিধানসভার সাম্প্রতিক বাজেট অধিবেশনে যোগ দিতে পারেননি নওশাদ সিদ্দিকি। সম্প্রতি ভাঙড়ের বিধায়ক ও আইএসএফ বিধায়ক ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদকেও ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জেলে থাকার নির্দেশ দিয়েছে আদালত। ওই দিন জামিন পেলে ৬ মার্চ থেকে শুরু হওয়া বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে যোগ দিতে পারবেন তিনি।
নওশাদ সিদ্দিকি গ্রেফতার হওয়ার পর ২৪ জানুয়ারি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘ ‘আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায় এমন অনেক বিধায়ক রয়েছেন যারা আগের অধিবেশনে যোগ দিতে পারেননি। কার বিরুদ্ধে মামলার কতটা ওজন আছে সে বিষয়ে আমি কিছু বলতে পারব না। যারা আমাদের প্রশাসনে রয়েছেন তারা এ বিষয়ে বলতে পারব না।’ এর পর অবশেষে আজ বিধায়ক নওশাদ সিদ্দকি প্রসঙ্গে কিছুটা নরম মনোভাব প্রকাশ করেছেন বিমান বাবু। #
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।