গো-রক্ষকদের হাতে নিহত
জুনায়েদ ও নাসিরের পরিবারকে দেড় লাখ টাকা করে সাহায্য দিল ‘মিম’
ভারতে ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি’র দল অল ইন্ডিয়া মজলিশ-ই- ইত্তেহাদুল মুসলেমিন বা ‘মিম’ কথিত গো-রক্ষকদের হাতে নিহত রাজস্থানের বাসিন্দা জুনায়েদ ও নাসিরের পরিবারকে দেড় লাখ টাকা করে সাহায্য দিয়েছে। এর পাশাপাশি মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন তেলেঙ্গানার মেদকে পুলিশ হেফাজতে নির্যাতনের কারণে মারা যাওয়া খাদির খানের পরিবারকেও দেড় লাখ টাকা সহায়তা দিয়েছে।
আজ (বৃহস্পতিবার) ‘মিম’-এর পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে ঘাটমিকায় পৌঁছে জুনায়েদ ও নাসিরের ভাই ও সন্তানদের সঙ্গে ‘মিম’ কর্মকর্তারা দেখা করেছেন। এবং ব্যারিস্টার আসাদউদ্দিন সাহেবের পক্ষ থেকে উভয় পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেড় লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া রাজস্থান ‘মিম’-এর দায়িত্বশীলের পক্ষ থেকে মরহুম জুনায়েদের বড় মেয়ের বিয়ের দায়িত্ব নেওয়া হয়েছে।
সম্প্রতি বিজেপিশাসিত হরিয়ানায় কথিত গো-রক্ষকরা জুনায়েদ ও নাসিরকে হত্যা করেছে বলে অভিযোগ। উভয়ের লাশ ভিওয়ানির কাছে একটি গাড়িতে পোড়া অবস্থায় উদ্ধার হয়। রাজস্থানের ভরতপুরের বাসিন্দা জুনায়েদ এবং নাসিরের পোড়া লাশ গত ১৬ ফেব্রুয়ারি হরিয়ানার ভিওয়ানিতে একটি বোলেরো গাড়িতে পাওয়া যায়। ওই মামলায় অন্যতম অভিযুক্ত রিংকু সাইনিকে গ্রেফতার করেছে পুলিশ। রিংকুকে জিজ্ঞাসাবাদে আরও ৮ অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। পুলিশের ৫টি টিম গঠন করে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
গত ১৫ ফেব্রুয়ারি পুলিশের কাছে জুনায়েদ ও নাসিরের নিখোঁজ হওয়ার কথা জানানো হয়। পরের দিন হরিয়ানার ভিওয়ানিতে তাদের পোড়া গাড়ি এবং তার মধ্যে পোড়া অবস্থায় দুটি কঙ্কাল পাওয়া যায়।
রাজস্থানের মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা অশোক গেহলট গত ২ মার্চ ঘাটমিকা গ্রামে পৌঁছে নিহত জুনায়েদ ও নাসিরের পরিবারের সাথে দেখা করেন। তিনি ক্ষতিগ্রস্ত উভয় পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেন।
নির্মম ওই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি এর আগে বলেন, ‘হরিয়ানায় গোরক্ষকদের নামে একটি সংগঠিত চক্র জুনায়েদ ও নাসিরকে হত্যা করেছে। এই অমানবিক হত্যাকাণ্ডের যতই নিন্দা করা হোক তা যথেষ্ট নয়। ওই ঘটনায় জড়িত মনু মানেসার ও তার সহযোগীদের বিজেপি ও আরএসএসের সমর্থন রয়েছে। বিজেপি যে মৌলবাদীদের পৃষ্ঠপোষকতা করছে তারা আগামী সময়ে তাদের বিরুদ্ধে দাঁড়াবে। সেজন্য কেন্দ্রীয় সরকার ও হরিয়ানার বিজেপি সরকারের এ ধরনের লোকদের রক্ষা করা বা সুরক্ষা দেওয়া উচিত নয়।#
পার্সটুডে/এএইচ/এমবিএ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।