তুমুল হট্টগোলের জেরে ভারতের সংসদের উভয়কক্ষের অধিবেশন মুলতুবি
(last modified Mon, 20 Mar 2023 10:33:03 GMT )
মার্চ ২০, ২০২৩ ১৬:৩৩ Asia/Dhaka
  • তুমুল হট্টগোলের জেরে ভারতের সংসদের উভয়কক্ষের অধিবেশন মুলতুবি

ভারতীয় সংসদের উভয়কক্ষে আজ সরকারপক্ষ ও বিরোধীপক্ষের মধ্যে তুমুল হট্টগোল হয়েছে। এরফলে আজ (সোমবার) অধিবেশনের কার্যক্রম প্রথমে বেলা ২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায়। পরবর্তীতে পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় আগামীকাল (মঙ্গলবার) বেলা ১১টা পর্যন্ত অধিবেশন মুলতুবি ঘোষণা করা হয়।

আজ সংসদে সরকার পক্ষের এমপিরা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার দাবিতে শ্লোগান দেন। অন্যদিকে, ভারতে বৃহত্তম শিল্প গোষ্ঠী আদানি গোষ্ঠীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ‘যৌথ সংসদীয় কমিটি’র (জেপিসি) মাধ্যমে তদন্তের দাবিতে বিরোধীরা শ্লোগান দেন।

আজ সংসদের কাজকর্ম স্থগিত হওয়া প্রসঙ্গে রাজ্যসভায় কংগ্রেসের উপনেতা প্রমোদ তিওয়ারি এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে বলেন, ‘১৩ মার্চ থেকে যে নাটক চলছে তা প্রধানমন্ত্রীর ইঙ্গিত ছাড়া হতে পারে না।’

আদানি শিল্পগোষ্ঠীকে নিশানা করে কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি বলেন, ভারতমাতার পায়ে বসে যে দুর্নীতি হয়েছে সেজন্য ‘জেপিসি’ গঠন করতে হবে। তারা আমাদের যতই সন্ত্রস্ত করুক, ভয় দেখাক না কেন, আমরা যখন ব্রিটিশদের ভয় পাইনি তখন বিজেপিকে ভয় পাব কেন? আমাদের দাবিতে আমরা অটল রয়েছি। আজ আমরা সকলে বসে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের দাবি ‘জেপিসি’। যতদিন ‘জেপিসি’ না হবে গণতান্ত্রিক উপায়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’  

সমাজবাদী পার্টির রাজ্যসভার এমপি অধ্যাপক রাম গোপাল যাদব আজ বলেন, ‘বিজেপি আদানি ইস্যুতে ‘জেপিসি’ তদন্ত করতে ভয় পাচ্ছে। বিজেপি ভয় পায় যদি ‘জেপিসি’ তদন্ত হয় তবে সরকার এবং আদানির মধ্যেকার সম্পর্ক উন্মোচিত হবে এবং আসল অপরাধী জনগণের সামনে চলে আসবে।’  

কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপির অভিযোগ- কংগ্রেস এমপি রাহুল গান্ধী সম্প্রতি ব্রিটেন সফরের সময়ে তার বক্তব্যে ভারতের মর্যাদাহানি করেছেন। সেজন্য তাকে ক্ষমা চাইতে হবে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে রাহুল বলেছিলেন, ‘ভারতে গণতন্ত্র এবং বিরোধী কণ্ঠস্বরকে দমন করা হচ্ছে। ভারতের গণতন্ত্র বিপদের মুখে। বিরোধী নেতাদের বিরুদ্ধে এমন এমন ঘটনায় মামলা হয়, যা আদৌ করা যায় না।’ নিজের উদাহরণ তুলে ধরে রাহুল বলেন, ‘আমার বিরুদ্ধেও মামলা হয়েছে।’  

এভাবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিদেশে গিয়ে দেশ ও সংসদের অপমান করেছেন বলে কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপির দাবি। সংসদেও ওই ইস্যুতে হট্টগোল চলছে। বিজেপির একজন এমপি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এমপি পদ বাতিলের দাবিও তুলেছেন।

কংগ্রেসের পক্ষ থেকে অবশ্য বিজেপির ওই অভিযোগ খারিজ করে দিয়ে রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই বলে মন্তব্য করা হয়েছে। কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীদের দাবি- ভারতে বৃহত্তম শিল্প গোষ্ঠী আদানি গোষ্ঠীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) মাধ্যমে তদন্ত করতে হবে। 

সম্প্রতি মার্কিন সংস্থা হিন্ডেনবার্গের জরিপ রিপোর্টে দাবি করা হয়েছে, কারচুপি করে তাদের সংস্থার শেয়ার দর বাড়িয়েছিল আদানি গোষ্ঠী। গত ২৪ জানুয়ারি রিপোর্ট প্রকাশ্যে এনে শেয়ার সংক্রান্ত গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ দাবি করেছে, এক দশক ধরে শেয়ারের দরে কারচুপি করে চলেছে আদানি গোষ্ঠী। বিরোধীদের দাবি- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) এবং বৃহত্তম বিমা সংস্থা লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) দ্বারা কেনা আদানির শেয়ারগুলো যৌথ সংসদীয় কমিটি বা ‘জেপিসি’র মাধ্যমে তদন্ত করতে হবে।

আজ সংসদের উচকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভায় এ সব ইস্যুতে সরকারপক্ষ ও বিরোধীপক্ষের এমপিদের মধ্যে হট্টগোল শুরু হলে উভয়কক্ষের কাজকর্ম শুরু হওয়ার মাত্র মিনিট দশেকের মধ্যে বেলা ২টা পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়। পরবর্তীতে পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় আগামীকাল (মঙ্গলবার) বেলা ১১টা পর্যন্ত অধিবেশনের কাজকর্ম মুলতুবি ঘোষণা করা হয়।#          

পার্সটুডে/এমএএইচ/এমএআর/২০