বাংলাকে সন্ত্রাস মুক্ত করার একমাত্র রাস্তা হল বিজেপি: অমিত শাহ
https://parstoday.ir/bn/news/india-i121938-বাংলাকে_সন্ত্রাস_মুক্ত_করার_একমাত্র_রাস্তা_হল_বিজেপি_অমিত_শাহ
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ বলেছেন, বাংলাকে সন্ত্রাস মুক্ত করার একমাত্র রাস্তা হল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তিনি আজ (শুক্রবার) পশ্চিমবঙ্গের সিউড়িতে এক জনসভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
এপ্রিল ১৪, ২০২৩ ১৮:৩৩ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গের সিউড়িতে অমিত শাহ
    পশ্চিমবঙ্গের সিউড়িতে অমিত শাহ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ বলেছেন, বাংলাকে সন্ত্রাস মুক্ত করার একমাত্র রাস্তা হল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তিনি আজ (শুক্রবার) পশ্চিমবঙ্গের সিউড়িতে এক জনসভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘অনুপ্রবেশ’ ও ‘গরু পাচার’ প্রসঙ্গে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘আপনারা কী ‘অনুপ্রবেশ’ চান? অনুপ্রবেশ বন্ধ করার একমাত্র রাস্তা ভারতীয় জনতা পার্টি। বাংলার মধ্যে ‘গরু পাচার’ চান আপনারা? অসমে ‘অনুপ্রবেশ’ বন্ধ হয়ে গেছে, গরু পাচারও বন্ধ হয়ে গেছে। কারণ অসমে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয়েছে।’   

অমিত শাহ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বলেন, ‘২০২৪ সালে এখান থেকে ৩৫ আসনে বিজেপিকে জয়ী করুন, আমি বলছি ২৫ সালের প্রয়োজন হবে না,  তার আগেই মমতা দিদির সরকার ভো-কাট্টা হয়ে যাবে! বন্ধুরা একবার বাংলায় পদ্মফুল (বিজেপির প্রতীক) ফোটান, তাহলে বোমা বিস্ফোরণ হবে না, রামনবমীতে হামলা হবে না, অত্যাচার হবে না, অনুপ্রবেশ হবে না এবং গরু পাচারও হবে না। বাংলার মধ্যে যেভাবে দুর্নীতি চলছে, সেই দুর্নীতি নির্মূল করার একমাত্র রাস্তা হল ভারতীয় জনতা পার্টি।’  

তিনি বলেন, ‘রামনবমীর মিছিলে রিষড়া ও হাওড়াতে হামলা হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, বাংলার মধ্যে ‘রামনবমীর মিছিল বেরোনো উচিত? না উচিত নয়?  ‘রামনবমীর মিছিল যদি শান্তিতে না বেরোতে পারে তাহলে কীভাবে চলবে? কিন্তু তৃণমূল কংগ্রেসের ‘তোষণের রাজনীতি’র ফলে এই সাহস বেড়েছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে, একবার লোকসভা নির্বাচনে বাংলায় মোদীজিকে ৩৫ আসন দিন, এখানে বিজেপি সরকার তৈরি করুন, বাংলায় রামনবমীতে হামলা করার সাহস কারও হবে না।’  

‘দিদি’র (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) শাসনামলে বাংলা বোমা বিস্ফোরণের কেন্দ্রে পরিণত হয়েছে। ‘এনআইএ’ (জাতীয় তদন্তকারী সংস্থা) বীরভূমে ৮০হাজারের বেশি ডিটোনেটর এবং ২৭ হাজার কিলো অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করেছে। যদি ‘এনআইএ’ না ধরতে পারত তাহলে কত লোকের প্রাণ বোমা বিস্ফোরণে চলে  যেত তা কেউ গণনা করতে পারত না’ বলেও মন্তব্য করেন বিজেপির সিনিয়র নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।#

পার্সটুডে/এমএএইচ/এমএআর/১৪