কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের বিরুদ্ধে এফআইআর
(last modified Sun, 30 Apr 2023 02:54:05 GMT )
এপ্রিল ৩০, ২০২৩ ০৮:৫৪ Asia/Dhaka
  • কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের বিরুদ্ধে এফআইআর

ভারতের রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে 'রাজনীতির রাবণ' বলার অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গজেন্দ্র সিং শেখাওয়াতের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

রাজ্যটিতে ‘রাবণ' মন্তব্যকে কেন্দ্র রাজনৈতিক মহলে তোলপাড় চলছে। স্থানীয় কংগ্রেস নেতা সুরেন্দ্র সিং জাদাওয়াত সদর থানায় বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।

গত (বৃহস্পতিবার) গজেন্দ্র সিং শেখাওয়াত চিতোরগড়ে বিজেপির জন আক্রোশ সমাবেশে তার বক্তব্যের শেষে রাম রাজ্য প্রতিষ্ঠার সঙ্কল্প গ্রহণের আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে বিবৃতি দিয়েছিলেন। ওই ঘটনায় গজেন্দ্র সিং শেখাওয়াতের বিরুদ্ধে বিভিন্ন ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে ধারা ১৪৩, ১৫৩-এ (গোষ্ঠীগত শত্রুতা বাড়ানো), ২৯৫-এ (ধর্মীয় অনুভূতিতে আঘাত করা), ৫০০ ও ৫০৪ (শান্তি বিঘ্নিত করা) এবং ৫১১ এবং ৫০৫ (২) ধারা।

চিতোরগড়ে বিজেপির জন আক্রোশ সমাবেশে বক্তৃতা শেষে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, ‘রাজস্থানের রাজনীতির এই রাবণ অশোক গেহলটের শাসনের অবসান ঘটাতে হলে আপনারা রাম রাজ্য প্রতিষ্ঠার জন্য সঙ্কল্প গ্রহণ করুন।

কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াতের এ ধরণের মন্তব্য প্রকাশ্যে আসার রাজস্থানের মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা অশোক গেহলট পাল্টা জবাব দিয়ে বলেছেন, আমি যদি রাবণ হই, তাহলে আপনি রাম হয়ে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেন। এই বিবৃতি দিয়ে গেহলট সঞ্জীবনী ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি কেলেঙ্কারিতে শেখাওয়াতের কথিত জড়িত থাকার দিকে ইঙ্গিত করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

গেহলট আরও বলেন, কেন্দ্রীয় মন্ত্রীর বন্ধুরা ওই দুর্নীতিতে জেলে রয়েছে এবং তারও জেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী যদি অভিযুক্ত হন তাহলে নৈতিকতার ভিত্তিতে তার পদত্যাগ করা উচিত, অথবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত তাকে বরখাস্ত করা বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

কংগ্রেসের অভিযোগ- গজেন্দ্র সিং শেখাওয়াত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে 'রাজনীতির রাবণ' বলে সম্বোধন করে তার সুনাম নষ্ট করার অভিপ্রায়ে অপমান করে অপরাধ করেছেন। কংগ্রেস নেতা সুরেন্দ্র সিং বলেন, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট তৃতীয়বারের মতো রাজস্থানের মুখ্যমন্ত্রী হয়েছেন এবং সারা দেশে মুখ্যমন্ত্রী হিসেবে অশোক গেহলটের সম্মান সেরা ও সবচেয়ে ভালো। গেহলট হলেন একজন  ব্যক্তি যিনি গান্ধীবাদী মতাদর্শ নিয়ে কাজ করেন। বর্তমানে কেন্দ্রীয় সরকার কর্তৃক আরোপিত মুদ্রাস্ফীতি থেকে সাধারণ জনগণকে পরিত্রাণ দেওয়ার কাজে নিযুক্ত এ ধরণের মহৎ চিন্তাধারা এবং সাধারণের স্বার্থের জন্য প্রস্তুত থাকা ব্যক্তি সম্পর্কে বিজেপি নেতা জনসমক্ষে অনুপযুক্ত মন্তব্য করে অপমান করার অপরাধ করেছেন।#

পার্সটুডে/এমএএইচ/এনএম/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ