তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘সিবিআই’ তলব
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তলব করেছে।
আগামীকাল (শনিবার) কোলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে সকাল ১১টায় তাকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সিবিআই ডাকলে তৃণমূলের নবজোয়ার যাত্রা কর্মসূচি স্থগিত রেখে তিনি যাবেন। সিবিআইয়ের নোটিস পাওয়ার পর আজই বাঁকুড়া থেকে কোলকাতায় ফিরবেন বলে জানিয়েছেন অভিষেক।
সিবিআই দফতরে হাজিরা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেছেন, ‘শুক্রবার যেখানে আমি শেষ করছি, সোমবার ২২ মে, সেই জায়গা থেকেই শুরু হচ্ছে আমার জনসংযোগ যাত্রা। এই ঘটলাবলিতে আমি অবিচলিত হয়ে পশ্চিমবঙ্গের মানুষকে আরও উদ্যমী হয়ে, একাগ্র ভাবে অঙ্গীকারবদ্ধ হয়ে সেবা করতে বদ্ধপরিকর।’
আজ বিকেলে বাঁকুড়ায় এক সভায় তৃণমূলের নবজোয়ার যাত্রা থমকে দিতেই সিবিআই তলব বলে বিজেপিকে নিশানা করে মন্তব্য করেন অভিষেক। রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষের চিঠির মামলায় প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। গতকাল (বৃহস্পতিবার) এমনই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিন্হা।
ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সু্প্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জরুরি ভিত্তিতে ওই আবেদন শুনতে চায়নি। বেঞ্চের হাতে শুক্রবার আবেদন শোনার সময় নেই বলে জানানো হয়। প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হয় সেই আবেদন। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চও সেই আবেদন জরুরি ভিত্তিতে শুনতে চায়নি। অবকাশকালীন বেঞ্চে আবেদন করার কথা বলা হয়। এর পরেই তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল সিবিআই। ওই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। #
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।