শুভেন্দু অধিকারীকে মীরজাফরের চেয়েও বড় বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করলেন কুণাল
https://parstoday.ir/bn/news/india-i123484-শুভেন্দু_অধিকারীকে_মীরজাফরের_চেয়েও_বড়_বিশ্বাসঘাতক_বলে_কটাক্ষ_করলেন_কুণাল
ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে মীরজাফরের চেয়েও বড় বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করেছেন রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল নেতারা।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
মে ২২, ২০২৩ ১৭:০৯ Asia/Dhaka
  • শুভেন্দু অধিকারীকে মীরজাফরের চেয়েও বড় বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করলেন কুণাল

ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে মীরজাফরের চেয়েও বড় বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করেছেন রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল নেতারা।

আজ (সোমবার) তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে তৃণমূলের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে ওই মন্তব্য করেন। আজ দুপুরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার যৌথভাবে সংবাদ সম্মেলনে বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর তীব্র সমালোচনায় সোচ্চার হন।

আজ সাংবাদিকরা তৃণমূল নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শুভেন্দু অধিকারী বলেছেন, ইউক্রেনে বাংলার থেকে কম বিস্ফোরণ হয়েছে। পাল্টা জবাবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘উনি মীরজাফরের থেকেও বেশি বিশ্বাসঘাতক। তুলনামূলক? তুলনামূলক সাহিত্যের একটা মজা আছে। বাংলার কোন দিকে ইউক্রেন সে তো বলতে পারবে না। একটা কথা বলে দিলো। ইউক্রেনের থেকেও বাংলায় বেশি বিস্ফোরণ হয়েছে। এর উত্তর হচ্ছে শুভেন্দু অধিকারী মীরজাফরের থেকেও আপগ্রেডেড বেইমান! মিটে গেল।’

তিনি আরও বলেন, ‘বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে। যে কোনও মৃত্যু দুঃখের। এটা নিয়ে কোনো কথা হবে না। এটা একটা শিল্প। যখন বাজিগুলো ফাটান, বাড়িতে বাড়িতে যখন দীপাবলি, দেওয়ালি উৎসব চলে তখন মনে হয় না? তখন কী বাড়ির রান্না ঘরে বাজি বাঁধেন? না কী বাজি কারখানা থেকে আসে? এটা  একটা বিরাট শিল্প, বহু মানুষ এই শিল্পের সঙ্গে জড়িত’ বলেও মন্তব্য করেন কুণাল ঘোষ।

শুভেন্দু অধিকারী ‘সারদা’, ‘নারদা’কেলেঙ্কারিতে ভয়ের চোটে দল বদল করেছে। বিজেপির দালালি করতে গেছে, বিজেপিতে নাম লিখিয়েছে। উনাকে একবার এজেন্সি নোটিশ দেওয়ায় উনি দিল্লির অফিসে গিয়ে (বিজেপির কেন্দ্রীয় সিনিয়র নেতা)  অমিত শাহের জুতো পালিশ করেছেন’ বলেও মন্তব্য করেছেন তৃণমূলের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।#

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।