বিজেপি এবং কংগ্রেস হিন্দু ধর্ম ছাড়া অন্য সব ধর্মকে অবহেলা করছে: মায়াবতী
https://parstoday.ir/bn/news/india-i124390-বিজেপি_এবং_কংগ্রেস_হিন্দু_ধর্ম_ছাড়া_অন্য_সব_ধর্মকে_অবহেলা_করছে_মায়াবতী
ভারতে বহুজন সমাজ পার্টি’র (বিএসপি) প্রধান ও উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী বিজেপি ও কংগ্রেসকে নিশানা করে বলেছেন, কে বড় হিন্দুত্ববাদী এবং হিন্দু ভক্ত, পুজো পাঠে পারদর্শী তা নিয়ে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে লড়াই চলছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৩, ২০২৩ ২০:০৭ Asia/Dhaka
  • বিজেপি এবং কংগ্রেস হিন্দু ধর্ম ছাড়া অন্য সব ধর্মকে অবহেলা করছে: মায়াবতী

ভারতে বহুজন সমাজ পার্টি’র (বিএসপি) প্রধান ও উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী বিজেপি ও কংগ্রেসকে নিশানা করে বলেছেন, কে বড় হিন্দুত্ববাদী এবং হিন্দু ভক্ত, পুজো পাঠে পারদর্শী তা নিয়ে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে লড়াই চলছে।

আজ (মঙ্গলবার) লক্ষনৌতে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য  করেন। মায়াবতী বলেন, ‘এ থেকে স্পষ্ট যে উভয় দলই হিন্দু ধর্ম ছাড়া অন্য সব  ধর্মকে অবহেলা করছে। উত্তর প্রদেশে অপরাধীদের তাণ্ডব চলছে। বিজাপিশাসিত উত্তরাখণ্ডে ধর্মীয় স্থান ভাঙার বিষয়ে মায়াবতী বলেন,  ‘মাজার ভাঙা ঠিক নয়। ধর্মীয় স্থানগুলোর সঠিক জায়গা পাওয়া উচিত। বিএসপি প্রত্যেক ধর্মকে সম্মান করে। কংগ্রেস এবং বিজেপির উচিত হিন্দুদের মতো অন্য সব ধর্মের যথাযথ যত্ন নেওয়া। দেশে কেবলমাত্র হিন্দু ধর্মের অনুসারী লোকেরা বাস করে না, বরং মুসলমান, শিখ, খ্রিস্টান প্রভৃতি বিভিন্ন ধর্মের অনুসারী লোকেরাও বাস করে।’     

বিএসপি প্রধান মায়াবতী আরও বলেন, ‘কংগ্রে শাসিত রাজ্যের অবস্থা খারাপ। দলিতদের উপর অত্যাচার করা হচ্ছে। যিনি অন্য রাজ্যের দলিতদের কথা বলেন তিনি কেন তাদের শাসনাধীন রাজ্যে দলিত অত্যাচারের ঘটনা বন্ধ করতে ব্যর্থ হচ্ছেন?

তিনি বলেন, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মধ্যপ্রদেশে দলিত ও আদিবাসীরা নির্যাতিত হচ্ছে। এই চার রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে বিএসপি এই প্রসঙ্গ তুলবে। তিনি বলেন, ‘আমাদের দেশে সকল ধর্মের পৌরাণিক, ঐতিহাসিক স্থান ও নথির প্রতিও শ্রদ্ধাশীল হওয়া উচিত। কিছুদিন ধরে ধর্মীয় বিদ্বেষের কারণে ঐতিহাসিক স্থান ও নথিপত্রে কারচুপি হচ্ছে। এটা ঠিক ও ন্যায়সঙ্গত নয়। এতে পারস্পরিক ভ্রাতৃত্বের ওপর বিরাট প্রভাব পড়বে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হচ্ছে’ বলেও মন্তব্য করেন বিএসপি প্রধান মায়াবতী।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/১৩