মণিপুরে নারীদের প্রতিবাদের মুখে ১২ উগ্রপন্থিকে ছেড়ে দিতে বাধ্য হল সেনা
https://parstoday.ir/bn/news/india-i124810-মণিপুরে_নারীদের_প্রতিবাদের_মুখে_১২_উগ্রপন্থিকে_ছেড়ে_দিতে_বাধ্য_হল_সেনা
ভারতে বিজেপিশাসিত মণিপুরে প্রতিবাদী নারীদের চাপের মুখে ১২ উগ্রপন্থিকে ছেড়ে দিয়েছে সেনাবাহিনী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৫, ২০২৩ ১৯:২৭ Asia/Dhaka
  • মণিপুরে নারীদের প্রতিবাদের মুখে ১২ উগ্রপন্থিকে ছেড়ে দিতে বাধ্য হল সেনা

ভারতে বিজেপিশাসিত মণিপুরে প্রতিবাদী নারীদের চাপের মুখে ১২ উগ্রপন্থিকে ছেড়ে দিয়েছে সেনাবাহিনী।

গতকাল (শনিবার) ওই ১২ জনকে আটক করা হয়েছিল। অভিযোগ,তারা মেইতেই জঙ্গিগোষ্ঠী কাঙলেই ইয়ায়ুল কান্না লুপ (কেওয়াইকেএল)-এর সদস্য। অতীতে সেনাবাহিনীর ওপর বহু হামলায় নাম জড়িয়েছিল ওই গোষ্ঠীর।      গোপন সূত্রে খবর পেয়ে ইম্ফল জেলার ইথাম গ্রামে অভিযানে গিয়েছিল সেনাবাহিনী। বিপুল অস্ত্রশস্ত্রসহ কাংলেই ইয়াওল কান্না লুপ নামের একটি উগ্রপন্থি সংগঠনের ১২ জন সদস্যকে গ্রেফতারও করা হয়। কিন্তু গ্রামের উন্মত্ত জনতার  চাপের মুখে শেষমেশ তাদের ছেড়ে দিতে বাধ্য হয় সেনা। প্রসঙ্গত,  জঙ্গিদের ছাড়াতে আসা ওই উগ্র জনতার ভিড়ের অগ্রভাগে ছিলেন নারীরা।

জানা গেছে, সেনা অভিযানের খবর পেয়েই তাদের চারদিক থেকে ঘিরে ফেলে কমপক্ষে ১২০০ থেকে ২ হাজার গ্রামবাসী। একজন স্থানীয় নেতা এবং নারীদের  নেতৃত্বেই চলে এই বিশেষ তৎপরতা। সেনার পক্ষ থেকে গ্রামবাসীদের উদ্দেশ্যে একনাগাড়ে অনুরোধ সত্বেও কোনও কাজ হয়নি। শেষমেশ ১২ জন উগ্রপন্থিকে জনতার হাতে তুলে দিতে হয়। ভিড়ে এত সংখ্যক মানুষ উপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে কোনও রকম বল প্রয়োগ করতে পারেনি সেনা।

সেনা সূত্রে প্রকাশ, পরিস্থিতি স্পর্শকাতর হওয়ায় তার গুরুত্ব বুঝেই বন্দিদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নারী পরিচালিত বিশাল বিক্ষুব্ধ জনতার বিরুদ্ধে বাহিনী শক্তি প্রয়োগ করলে বহু প্রাণহানি হতে পারত।

মণিপুরে ইতোপূর্বে নারীদের প্রতিরোধের মুখে কখনও আটকা পড়েছে সেনাবাহিনীর গাড়ি, কখনও ফিরে আসতে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তদন্তকারী টিমকে। সেনার গাড়ির সামনে কয়েকশো নারী বসে পড়ে তাদের আটকে দিয়েছেন কিছু দিন আগেই। অস্ত্র লুটের তদন্তে যাওয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার টিমকে একইভাবে মণিপুর পুলিশ ট্রেনিং কলেজে ঢুকতে দেয়নি কমপক্ষে দু’হাজার নারী। এবার সেনাবাহিনীকে ঘিরে ধরে তাদের হাত থেকে বন্দিদের মুক্ত করলেন সেই নারীরাই। #

পার্সটুডে/এমএএইচ/জিএআর/২৫