কেন্দ্রীয় সরকারে বিজেপির থাকার আয়ু আর মাত্র ৬ মাস : মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i124888-কেন্দ্রীয়_সরকারে_বিজেপির_থাকার_আয়ু_আর_মাত্র_৬_মাস_মমতা_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এক সমাবেশে বলেছেন, কেন্দ্রীয় সরকারে বিজেপির থাকার আয়ু আর মাত্র ৬ মাস।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
জুন ২৭, ২০২৩ ১৮:৪৩ Asia/Dhaka
  • কেন্দ্রীয় সরকারে বিজেপির থাকার আয়ু আর মাত্র ৬ মাস : মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এক সমাবেশে বলেছেন, কেন্দ্রীয় সরকারে বিজেপির থাকার আয়ু আর মাত্র ৬ মাস।

তিনি আজ (মঙ্গলবার)জলপাইগুড়ির চেকেন্দা ভান্ডারী ময়দানের জনসভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। পশ্চিমবঙ্গে আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে।

মমতা আজ বলেন, ‘এক-দুই-তিন, আগামীদিনে দিল্লি থেকে নরেন্দ্র মোদীকে ও বিজেপিকে সরাবার জন্য শপথ নেওয়ার দিন।’ তিনি বলেন, ‘মোদী ক্ষমতায় আসার আগে রান্নার গ্যাসের দাম ছিল চারশো টাকা। আজ হয়েছে বারোশো টাকা! আমি বিজেপিকে বলি ‘ওহে নন্দলাল, বারোশো টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল।’ লজ্জা করে না! বিজেপির আয়ু আর মাত্র ৬ মাস। কেন্দ্রীয় সরকারে থাকবে আর মাত্র ৬ মাস। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে লোকসভার নির্বাচন হবে। তাতে ভারতকে যদি আমি চিনে থাকি, ওরা একেবারে ধুয়ে যাবে। তাই আজ লবি করে বেড়াচ্ছে।’

মমতা আজ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেন। তিনি বলেন, হঠাৎ কিছু বোহরা মুসলিমদের ছবি দেখিয়ে বলছে আমি সংখ্যালঘুদের কত ভালবাসি! মাইনোরিটিদের তো পিটিয়ে পিটিয়ে হত্যা করেছ। দলিতদের পিটিয়ে পিটিয়ে হত্যা করেছ! প্রসঙ্গত, সাম্প্রতিক মিশর সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদের পাশাপাশি বোহরা মুসলিমদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেই প্রসঙ্গ উল্লেখ করে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।  #

পার্সটুডে/এমএএইচ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।