বিজেপি ও তৃণমূল নেতার পাল্টাপাল্টি মন্তব্য
পশ্চিমবঙ্গের হাড়োয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার হাড়োয়ায় বোমা বিস্ফোরণে পরিতোষ মণ্ডল নামে একজন নিহত এবং অন্য একজন আহত হয়েছে।
আজ (সোমবার) সকালে শালিপুর গ্রাম পঞ্চায়েতের সুড়িপুকুর এলাকার একটি পুকুর পাড় থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
এলাকাবাসীর দাবি, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে বোমা বাঁধতে গিয়ে আচমকা বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে পরিতোষ মণ্ডলের হাত উড়ে গেছে। দেহের বিভিন্ন জায়গায় বোমার স্প্রিন্টারের টুকরো বিঁধে মৃত্যু হয়েছে তার। বিস্ফোরণের ঘটনায় আরও চার জন আহত হয়েছে বলে দাবি বলেও এলাকার বাসিন্দাদের দাবি।
অন্যদিকে, নিহতের স্ত্রীর দাবি, তার স্বামী তৃণমূলের কর্মী। সেই কারণে বিরোধী পক্ষের লোকেরা তাকে অনেক দিন ধরেই প্রাণে মারার চেষ্টা করছিল। তিনি বলেন, ‘আমার স্বামী বোমা বাঁধত না। গানবাজনা করত। আমার স্বামীর খুনিদের কঠোর শাস্তি চাই।’
প্রসঙ্গত, রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আবহে বিভিন্ন সহিংস ঘটনায় গত ২৪ দিনে ১৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে আজ বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘বোমা যেখানে, তৃণমূল কংগ্রেস সেখানে। পরিবারের সদস্যরা হয়ত বলতে পারে যে এটা খুনের ঘটনা। কিন্তু এতেও রয়েছে তৃণমূল কংগ্রেস। সারা পশ্চিমবঙ্গকে ত্রস্তব্যস্ত করে রেখে দিয়েছে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর লড়াই। কুচবিহার থেকে শুরু করে দক্ষিণ ২৪ পরগণা জেলা পর্যন্ত সর্বত্র দেখা যাচ্ছে নিজেদের মধ্যে ভাগ বাঁটোয়ারার লড়াই। টিকিট পাওয়া, না পাওয়ার লড়াই। তাতে আইনশৃঙ্খলার অবনতি মারাত্মকভাবে হতে শুরু করেছে। লাগাতর মৃত্যু মিছিলও চলছে।’
অন্যদিকে, রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন এমপি বিভিন্ন ঘটনার উল্লেখের মধ্য দিয়ে বিজেপির নাম না করে তাদেরকে নিশানা করে বলেন, ‘বিরোধীরা বিভিন্নভাবে বেআইনি অস্ত্র মজুদ করছে। বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অশান্তি করতে চাচ্ছে। বাইরে থেকে গুণ্ডা মজুদ করছে। বাংলাকে তারা অশান্ত করার চেষ্টা করছে। কারণ তারা জানে যে পঞ্চায়েত নির্বাচনে তাদের ভরাডুবি হবে’ বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা শান্তনু সেন এমপি। #
পার্সটুডে/এমএএইচ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।