তথ্যানুসন্ধান কমিটিকে বিজেপি প্রোটেকশন কমিটি বলে কটাক্ষ করলেন মমতা
https://parstoday.ir/bn/news/india-i125462-তথ্যানুসন্ধান_কমিটিকে_বিজেপি_প্রোটেকশন_কমিটি_বলে_কটাক্ষ_করলেন_মমতা
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে সহিংসতাকে কেন্দ্র করে বিজেপির তথ্যানুসন্ধান কমিটিকে কটাক্ষ করে তাকে বিজেপি প্রোটেকশন কমিটি বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১২, ২০২৩ ১৯:২২ Asia/Dhaka
  •  তথ্যানুসন্ধান কমিটিকে বিজেপি প্রোটেকশন কমিটি বলে কটাক্ষ করলেন মমতা

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে সহিংসতাকে কেন্দ্র করে বিজেপির তথ্যানুসন্ধান কমিটিকে কটাক্ষ করে তাকে বিজেপি প্রোটেকশন কমিটি বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি আজ (বুধবার) বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ত্রিপুরায় যখন ৯৩ শতাংশ আসনে নির্বাচন হয় না, কোথায় থাকে তখন ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি? অথবা কিছু আঁতেল যারা সেজেগুজে বসে পড়েন টিভিতে, বড়বড় কথা বলেন? উত্তর প্রদেশে যখন ৬৭ শতাংশের মতো আসনে ভোট হয় না, কোথায় থাকেন তারা? মণিপুর জ্বলছে আজকে দু’মাস ধরে, কয়শো লোক মারা গেছে আমি জানি না। কোথায় ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি? এনআরসি নিয়ে অসমে এত লোক খুন হয়ে গেল, কাউকে যেতে দেওয়া হল না, কোথায় ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি? উত্তর প্রদেশে এনআরসি নিয়ে এত অত্যাচার হল, এনকাউন্টারের নামে। অন্তত হাজার লোককে খুন করে দিয়েছে। কোথায় ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি?’

মমতা বলেন, ‘এখানে বিজেপি নেতারা বলছেন, এখানে আমরা থাকলে এনকাউন্টার করে দিতাম! কাকে এনকাউন্টার করবেন মানুষকে? নিজেদের কাউন্টার করতে যেয়ে মানুষকে এনকাউন্টার করতে যেও না। এনআরসি নিয়ে আন্দোলন করছিল দিল্লিতে, কত লোকের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হল, কত লোকের ডেডবডি খুঁজে পাওয়া গেল না! সেখানে কটা কমিশন গেছে? আর আমাদের এখানে এই দু’বছরে এত সেন্ট্রাল এজেন্সি, এত বাহিনী, এত ইডি, এত সিবিআই, এত কিছু থাকা সত্ত্বেও ১৫৪টা সেন্ট্রাল কমিশন এসেছে এখানে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিসহ! আসলে ওটা বিজেপি প্রটেকশন কমিটি, প্রোভোকেশন কমিটি, এটাকে আমি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি বলি না’ বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে সাম্প্রতিক সহিংসতা খতিয়ে দেখতে বিজেপির কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং টিম আজ কোলকাতায় এসেছেন। বিজেপির তথ্যানুসন্ধান কমিটিতে রয়েছেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি এমপি রবিশঙ্কর প্রসাদ, বিজেপি এমপি ও মুম্বই পুলিশের সাবেক কমিশনার সত্যপাল সিংহ, বিজেপি এমপি রাজদীপ রায়, বিজেপির জাতীয় সহসভাপতি রেখা বর্মা এমপি। কোললকাতায় এসে সল্টলেকে বিজেপির দফতর থেকে সংবাদ সম্মেলন করে তারা তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন। মমতার সরকারকে ‘গণতন্ত্রের লজ্জা’ বলে অভিহিত করেছেন বিজেপির প্রতিনিধিরা।#

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১২       

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।