‘ইন্ডিয়া’ জিতবে, বিজেপি পরাজিত হবে: মমতা বন্দ্যোপাধ্যায়, কটাক্ষ মোদীর
https://parstoday.ir/bn/news/india-i125746-ইন্ডিয়া’_জিতবে_বিজেপি_পরাজিত_হবে_মমতা_বন্দ্যোপাধ্যায়_কটাক্ষ_মোদীর
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে বলেছেন, ইন্ডিয়া জিতবে, বিজেপি হারবে। ইন্ডিয়া জিতবে এবং আমাদের দেশ জয়ী হবে।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
জুলাই ১৯, ২০২৩ ১৯:৫৪ Asia/Dhaka
  • মমতা বন্দ্যোপাধ্যায়
    মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে বলেছেন, ইন্ডিয়া জিতবে, বিজেপি হারবে। ইন্ডিয়া জিতবে এবং আমাদের দেশ জয়ী হবে।

গতকাল (মঙ্গলবার) বিকেলে বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী মহাজোটের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। বিজেপি বিরোধী জোটের নতুন নাম হয়েছে— ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স (INDIA)।

মমতা বলেন, ‘দেশের মানুষের জীবন বিপন্ন, সে দলিত, মুসলিম, হিন্দু বা শিখ হোক। মণিপুর হোক, অরুণাচল, উত্তরপ্রদেশ, দিল্লি, বাংলা বা মহারাষ্ট্র হোক, সরকারের একটাই কাজ সরকার বিক্রি আর সরকার কেনা।’ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতৃত্বাধীন ‘এনডিএ’ জোটকে চ্যালেঞ্জ করে বলেন, ‘এনডিএ বা বিজেপি কী ভারতকে (ইন্ডিয়া) চ্যালেঞ্জ করতে পারবে? আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা সত্যিকারের দেশপ্রেমিক। ২০২৪ সালের নির্বাচনের জন্য বিরোধী জোটের নাম ‘ইন্ডিয়া’ দেওয়া হয়েছে যা যুব, ছাত্র, মহিলা, কৃষকসহ সকলের জন্য।’ 

বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ভারতকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে হবে। দেশের মানুষকে রক্ষা করতে হবে। দেশকে বাঁচাতে চাইলে বিজেপিকে পরাজিত করতে হবে, যারা দেশ বিক্রির কাজ করছে। গণতন্ত্র কেনার জন্য কাজ করছে। তাই আজ এজেন্সিকে কাজ করতে দেয়া হচ্ছে না। বিরোধীদের কথা বলতে দেয়া হচ্ছে না। 

বিজেপি বিরোধী বৈঠকের শুরুতে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘ক্ষমতা বা প্রধানমন্ত্রীর পদে কংগ্রেসের আগ্রহ নেই। আমাদের কারও উদ্দেশ্য ক্ষমতা দখল নয়। বরং দেশের সংবিধান,গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা ও ন্যায় রক্ষাই আমাদের লক্ষ্য।’ কর্ণাটকে বিজেপি বিরোধী ওই বৈঠকে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টিসহ ২৬টি দলের নেতা উপস্থিত ছিলেন। মহারাষ্ট্রের মুম্বইয়ে বিরোধী জোটের পরবর্তী বৈঠক হবে। 

অন্যদিকে, মঙ্গলবার রাতে দিল্লির অশোকা হোটেলে বিজেপি এবং তার সহযোগী  ৩৭টি দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান বিরোধী দল কংগ্রেসকে নিশানা করে বলেন, ‘নব্বইয়ের দশক থেকেই দেশে অস্থিরতা তৈরি করতে রাজনৈতিক জোটকে ব্যবহার করেছে কংগ্রেস। কখনও সরকার বানিয়েছে, কখনও ফেলেছে।’ বিরোধী জোটকে কটাক্ষ করে ‘নেতিবাচক কর্মসূচির উপর গড়ে ওঠা কোনও জোট সফল হতে পারে না। ২০২৪ সালেও (বিজেপি নেতৃত্বাধীন জোট) ‘এনডিএ’ আবার  ক্ষমতায় আসবে’ বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১৯       

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।