পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে সহিংসতাকে কেন্দ্র করে দিল্লিতে বিজেপি এমপিদের বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/india-i125798-পশ্চিমবঙ্গে_পঞ্চায়েত_নির্বাচনে_সহিংসতাকে_কেন্দ্র_করে_দিল্লিতে_বিজেপি_এমপিদের_বিক্ষোভ
পশ্চিমবঙ্গে সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে সহিংসতাকে কেন্দ্র করে দিল্লিতে বিজেপি এমপিরা বিক্ষোভ প্রদর্শন করেছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ২০, ২০২৩ ১৯:১৮ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে সহিংসতাকে কেন্দ্র করে দিল্লিতে বিজেপি এমপিদের বিক্ষোভ

পশ্চিমবঙ্গে সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে সহিংসতাকে কেন্দ্র করে দিল্লিতে বিজেপি এমপিরা বিক্ষোভ প্রদর্শন করেছেন।

আজ (বৃহস্পতিবার) দিল্লিতে সংসদ ভবন চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে জড়ো হয়ে পশ্চিমবঙ্গের বিজেপি এমপিরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগানে সোচ্চার হন। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, ‘গণতন্ত্র হত্যা করে রাজ্য জুড়ে ভোট লুট, খুন করে গণতন্ত্রের উৎসবকে জঙ্গলরাজে পরিণত করেছে নির্বাচন কমিশন ও মমতা সরকার। তারই প্রতিবাদে সংসদ ভবনে গান্ধী মূর্তির পাদদেশে পশ্চিমবঙ্গ বিজেপি সংসদ সদস্যদের বিক্ষোভ কর্মসূচি হয়েছে।’

রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এমপি এ সময়ে স্লোগান দেন ‘মমতা ব্যানার্জির স্বৈরাচার চলবে না-চলবে না’, ‘লেডি হিটলার মমতা ব্যানার্জি হায় হায়’, ‘মমতা ব্যানার্জি হায় হায়’, ‘পঞ্চায়েত নির্বাচনের নামে ভোট লুট করা হল কেন মমতা ব্যানার্জি জবাব দাও’ইত্যাদি স্লোগান দিলে অন্য এমপিরা এতে গলা মেলান।

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ছাপ্পা ভোট, রিগিং, ব্যালট পেপার চুরিসহ ‘বিডিও’দের ক্ষমতা অপব্যবহার করে তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে আগামীকাল ২১ জুলাই রাজ্যের প্রত্যেক বিডিও (সমষ্টি উন্নয়ন কর্মকর্তা) দফতরের সামনে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হবে। ওই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘বিডিও ঘেরাও, গণতন্ত্র ফেরাও'। 

অন্যদিকে, আজ (ব্রহস্পতিবার) বিজেপি নেতা ও মুখপাত্র শমীক ভট্টাচার্য এক সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলকে নিশানা করে বলেন, ‘এখনও নির্বাচন পরবর্তী সন্ত্রাস অব্যাহত রয়েছে। হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়েছে। পরিকল্পিতভাবে তৃণমূলের কারণে ৬০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। তৃণমূলের কারণে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সময় ৬ মাসের মধ্যে ২৫  জনের বেশি শিশু-কিশোর বোমা বিস্ফোরণে মারা গেছে। বহু মানুষের অঙ্গহানি হয়েছে, বাড়িতে আগুন লেগেছে, বিজয়ী মহিলা প্রার্থীদের সার্টিফিকেট ছিনিয়ে নেওয়া হয়েছে, সেজন্য তৃণমূলের মুখে মণিপুর ইস্যুতে কোনও কথার গ্রহণযোগ্যতা নেই’ বলেও মন্তব্য করেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য।#             

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২০  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।