একটা আতঙ্ক কাজ করছে সারা দেশ জুড়ে : মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপিকে নিশানা করে বলেছেন, তাদের প্ররোচনায় দেশ জ্বলছে আজকে।
বিজেপিশাসিত অশান্ত মণিপুর এবং হরিয়ানায় সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে তিনি আজ (বুধবার) বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। মমতা বলেন, ‘দিল্লিতেও অনেক মানুষ, দিল্লির আশেপাশে যারা থাকেন, চলে আসছে বাড়িঘর ছেড়ে। একটা আতঙ্ক কাজ করছে সারা দেশ জুড়ে। মণিপুর শুধু একা নয়, গোটা উত্তর-পূর্ব (ভারত) আজকে কাঁদছে। কোথাও জ্বলছে, কোথাও কাঁদছে। মিজোরাম, মণিপুর। অরুণাচলের তো খবরই রাখে না। নাগাল্যান্ড, নাগাদের উপরও অত্যাচার হয়েছে। আমরা তো কোথাও একবারও বলিনি যে অশান্তি ছড়াতে যেতে হবে, আরও দাঙ্গা লাগাও।’
বিজেপিকে নিশানা করে মমতা আরও বলেন, ‘তোমরা প্রথমে জাতিদাঙ্গাকে উসকানি দিচ্ছ, লাগাচ্ছো। তারপর নেভানোর জল পাচ্ছো না। কারণ মানুষকে এত অত্যাচার করছো হত্যা করছো নিরীহ মানুষকে, একবারও তাকিয়ে দেখছো না। প্রত্যেক রাজ্যে, যেখানে বিরোধী রাজ্য, এমনকী নিজের রাজ্যেও। লোকসভা নির্বাচনের আর ৬/৭ মাস বাকি আছে। নির্বাচন কমিশন ঠিক করবে কবে ভোট হবে, এটা আমার এক্তিয়ার নয়। কিন্তু এখন থেকেই দাঙ্গার রাজনীতি করতে শুরু করে দিয়েছে! দাঙ্গা চিরকালই করে। মানুষ এসব ভালোবাসে না। মানুষ অন্ন-বস্ত্র-বাসস্থান চায়। সেটা করছে না। সবটুকু গায়ের জোরে চলছে, জবরদস্তি, বুলডোজার।’
‘বাংলাকে অসম্মান করতে মিথ্যে কথা বলে। ডাবল ইঞ্জিন সরকার ডাবল মিথ্যে কথা বলে। মিথ্যাচারের সওদাগিরি করছে’ বলেও বিজেপি সরকারকে নিশানা করে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।#
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।