আগস্ট ১১, ২০২৩ ১৮:৪২ Asia/Dhaka
  • রাহুল গান্ধী
    রাহুল গান্ধী

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেছেন, প্রধানমন্ত্রী মণিপুরের আগুন নেভাতে চান না।

তিনি আজ (শুক্রবার) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। রাহুল গান্ধী বলেন, ‘সেনাবাহিনী মণিপুরের সহিংসতা দু’দিনের মধ্যে বন্ধ করতে পারে, ৩ দিন লাগবে না। যদি ভারতীয় সেনাবাহিনীকে বলা হয় এই নাটক বন্ধ করো, তাহলে দু’দিনের মধ্যেই এই তামাশা, নাটক বন্ধ হয়ে যাবে। কিন্তু প্রধানমন্ত্রী মণিপুরকে জ্বালাতে চান, আগুন নেভাতে চান না। এটাই হল বাস্তবতা।’     

তিনি বলেন, ‘আমি মণিপুরে যা দেখেছি, শুনেছি তা কখনো দেখি নি। আমি সংসদে যা বলেছি তা ফাঁকা কথা নয়। এই প্রথমবারের মতো সংসদের নথি থেকে 'ভারত মাতা' শব্দটি বাদ দেওয়া হয়েছে, এটি একটি অপমান।’ রাহুল গান্ধী বলেন,  ‘মণিপুরে, মেইতেই এলাকায় আমাদের বলা হয়েছিল: যদি কোনও কুকি আপনার নিরাপত্তা টিমে আসে তবে আমরা তাকে মেরে ফেলব, কুকি এলাকায় মেইতেইদের জন্যও একই কথা বলা হয়েছিল। রাজ্যকে হত্যা ও বিভক্ত করা হয়েছে। তাই আমি বলেছি মণিপুরে বিজেপি ভারতকে হত্যা করেছে।’ 

প্রসঙ্গত, গত তিন মাসেরও বেশি সময় ধরে বিজেপিশাসিত মণিপুরে মেইতেই ও কুকিদের মধ্যে সহিংসতা চলছে। গত ৩ মে উপজাতি ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’ (এটিএসইউএম)-এর কর্মসূচি ঘিরে মণিপুরে অশান্তির সূত্রপাত হয়। মণিপুর হাইকোর্ট ‘মেইতেই’দের তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছিল। এর পরেই উপজাতি বিভিন্ন সংগঠন তার বিরোধিতায় মাঠে নামে। আর সেই ঘটনা থেকেই সেখানে ভয়াবহ সহিংসতার সূত্রপাত হয়।

ওই ইস্যুতে আজ রাহুল গান্ধী আরও বলেন, ‘বিজেপির রাজনীতির কারণে একটি রাজ্য ধ্বংস হয়ে গেছে। তাই বলেছিলাম মণিপুরে ভারত মাতাকে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের প্রতিনিধি। সংসদে তাকে দু’ঘণ্টা ধরে কংগ্রেসকে নিয়ে ঠাট্টা করতে দেখা ঠিক মনে হয়নি। আমি বাজপেয়ী, দেবগৌড়াকে (সাবেক প্রধানমন্ত্রী) দেখেছি, তারা এটা করেননি। সংসদে গতকাল প্রধানমন্ত্রীর বক্তব্য ভারত সম্পর্কে নয়, নিজের সম্পর্কে ছিল’ বলেও মন্তব্য করেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি।  

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের উপর আলোচনা শেষে গতকাল (বৃহস্পতিবার) সংসদে জবাবি বক্তব্যে প্রধান বিরোধী দল কংগ্রেসকে নিয়ে উপহাস করেছেন বলে অভিযোগ উঠেছে। বিরোধীদের আনা  অনাস্থা প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, ‘যখনই আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এসেছে, ঈশ্বরের আশীর্বাদে পরের ভোটে আমিই জয়ী হয়েছি। ২০২৪ সালেও রেকর্ড ভেঙে জিতব আমরাই!’

তিনি কটাক্ষ করে বলেন, ‘অনাস্থা প্রস্তাবের বক্তব্যে আপনারা শুধুই নো-বল করে গেলেন। আর আমরা একের পর এক সেঞ্চুরি হাঁকালাম। সমস্ত চার-ছয় রান আমাদের বক্তারাই মারলেন।’ 

‘আমরা এত সুযোগ দিলাম। আপনারা একটু ভালো করে হোমওয়ার্ক করে এলেন না! ২০২৮ সালে আবার যখন অনাস্থা প্রস্তাব আনবেন, আশা করব তৈরি হয়ে আসবেন’ বলেও বিরোধীদের কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।#

পার্সটুডে/এমএএইচ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ