বিজেপি হরিয়ানার নূহের মতো দাঙ্গার পরিকল্পনা করছে : দিগ্বিজয় সিং
(last modified Sun, 20 Aug 2023 12:49:06 GMT )
আগস্ট ২০, ২০২৩ ১৮:৪৯ Asia/Dhaka
  • ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা দিগ্বিজয় সিং
    ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা দিগ্বিজয় সিং

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা দিগ্বিজয় সিং বলেছেন, আমি তথ্য পাচ্ছি যে বিজেপি দাঙ্গা করার পরিকল্পনা করছে, যেভাবে তারা হরিয়ানার নূহতে দাঙ্গা সৃষ্টি করেছিল। তাদের এ ধরনের দাঙ্গা সৃষ্টির পরিকল্পনা রয়েছে।

গতকাল (শনিবার) মধ্য প্রদেশের ভোপালে আইনজীবীদের একটি সভায় বক্তব্য  রাখার সময়ে তিনি এ ধরণের মন্তব্য করেন। সম্প্রতি বিশ্বহিন্দু পরিষদের শোভাযাত্রাকে কেন্দ্র করে হরিয়ানার নূহে সাম্প্রদায়িক দাঙ্গায় মসজিদের একজন ইমাম সাহেব, দু’জন হোমগার্ডসহ ৬ জন নিহত হয়েছিলেন।

ভোপালে আইনজীবীদের অনুষ্ঠানে কংগ্রেসের সিনিয়র নেতা কমলনাথ রাজ্যের বিজেপি সরকারকে নিশানা করে বলেন, রাজ্যে দুর্নীতির কোনও সীমা নেই। তিনি বলেন, আসন্ন নির্বাচন মধ্য প্রদেশের গতিপথ নির্ধারণ করতে চলেছে এবং আমরা দুর্নীতি ও কেলেঙ্কারির সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করব। অন্যদিকে, বিরোধী দলীয় নেতা গোবিন্দ সিং বলেন,  আইনজীবীদের দাবি ইশতেহারে রাখা হবে। প্রসঙ্গত,  আইনজীবীরা এসময়ে আইনজীবী সুরক্ষা আইন কার্যকর করার,  পেনশন প্রকল্প চালু করা, স্বাস্থ্য বীমা, উপবৃত্তি বৃদ্ধি এবং সমস্ত বার অ্যাসোসিয়েশনের বিদ্যুৎ বিল মওকুফ করার দাবি জানান।

ওই অনুষ্ঠানে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেন, ২০১৮ সালে, বিবেক টাঙ্কা কংগ্রেসের সমর্থনে কয়েক হাজার আইনজীবীকে উত্থাপন করেছিলেন, তারপর আমরা সরকার গঠন করেছিলাম। আইনজীবীরা আবারও আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। আশা করা যায় এবারও আমরা পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করব এবং এবার আমাদের ছেড়ে কেউ যাবে না। এর আগে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেছিলেন, মধ্য প্রদেশে বজরং দলকে নিষিদ্ধ করা হবে না, কারণ এতে কিছু ভাল লোকও থাকতে পারে। কিন্তু যারা দাঙ্গা ঘটাবে তাদের রেহাই দেওয়া হবে না।  

অন্যদিকে, মধ্য প্রদেশের কৃষিমন্ত্রী ও বিজেপি নেতা কমল প্যাটেল পাল্টা জবাবে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং এবং কমলনাথকে নিশানা করে বলেছেন, ওদের রাজনীতির অবসান হবে এবং মোদীজির সঙ্কল্প পূর্ণ হবে। ২০২৪ সালে কংগ্রেস-মুক্ত ভারত হবে, যার শুরু হতে চলেছে মধ্য প্রদেশ থেকে’ বলেও মন্তব্য করেন মধ্য দেশের মন্ত্রী ও বিজেপি নেতা কমল প্যাটেল।     

পার্সটুডে/এমএএইচ/এমএআর/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।