মিজোরামে নির্মীয়মাণ রেল সেতু ভেঙে ১৭ জন শ্রমিক নিহত, মোদী-মমতার শোক
ভারতের মিজোরামে একটি নির্মীয়মাণ রেলওয়ে সেতু ভেঙে পড়ায় ১৭ জন শ্রমিক নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাজধানী আইজল থেকে ২০ কিলোমিটার দূরে সাইরাংয়ে আজ(বুধবার)সকাল ১০ টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় সেতুটিতে ৩৫/৪০ জন শ্রমিক কাজ করছিলেন। বৈরাবী থেকে সাইরাংকে সংযোগকারী কুরুং নদীর উপর এই সেতুটি তৈরি করা হচ্ছিল। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সিপিআরও সব্যসাচী দে সংবাদ সংস্থাকে বলেন– রেলওয়ের পক্ষ থেকে ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
জানা গেছে, নির্মীয়মাণ সেতুটির তৃতীয় ও চতুর্থ পিলারের মাঝখানের গার্ডারটি ভেঙে ৩৪১ ফুট নিচে পড়ে গেছে। সেতুটিতে মোট ৪টি পিলার রয়েছে। তৃতীয় ও চতুর্থ পিলারের মাঝখানের গার্ডার ভেঙে পড়েছে। এই গার্ডারে শ্রমিকরা কাজ করছিলেন। মাটি থেকে সেতুটির উচ্চতা কমপক্ষে ৩৪১ ফুট।
অন্যদিকে, ওই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যরা ওই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) হতাহতদের স্বজনদের জন্য ২ লাখ টাকা এবং রেলওয়ে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা করেছে। এ ছাড়া আহতদের ৫০ হাজার টাকা দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়। রেলওয়ে গুরুতর আহতদের ২ লাখ টাকা এবং সামান্য আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে।
মিজোরামের দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বার্তায় বলেছেন, ‘মিজোরামে নির্মীয়মাণ রেলব্রিজের ভেঙে পড়ার ঘটনায় আমি শোকস্তব্ধ। এর ফলে আমাদের মালদা জেলার বাসিন্দা বেশ কয়েকজন শ্রমিক প্রাণ হারিয়েছেন। মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছি, মিজোরাম প্রশাসনের সঙ্গে উদ্ধার এবং অন্য কাজে সমন্বয় করতে। মালদা জেলা প্রশাসনকে শোকাহত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনে সাহায্য করতে বলা হয়েছে। আমরা ক্ষতিগ্রস্থ পরিবারের স্বজনদের দ্রুত ক্ষতিপূরণ দেবো। আহতদের প্রতি সহমর্মিতা, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।’
জানা গেছে, পশ্চিমবঙ্গের মালদহ জেলার রতুয়া থেকে কমপক্ষে ৩৫ জন শ্রমিক কাজ করতে মিজোরামে গিয়েছিলেন। সকলেই রেলসেতু নির্মাণের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। নির্মীয়মাণ সেতু-বিপর্যয়ে জেরে সেই শ্রমিকদের অনেকেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা।#
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।