হিন্দুস্তান বা ভারত নাম রাখা হলে তা যথাযথ হতো: বিশিষ্ট আলেম
চন্দ্রযান-৩-এর অবতরণ স্থলকে ‘শিবশক্তি’ নাম দিলেন মোদী, বিতর্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের অবতরণ স্থলের নাম দিয়েছেন ‘শিবশক্তি’। এ নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে।
উত্তর প্রদেশের লক্ষনৌয়ের বিশিষ্ট শিয়া আলেম মাওলানা সাইফ আব্বাস নাকভি নামকরণ প্রসঙ্গে আজ বলেন, এভাবে বলা ঠিক নয়। আমাদের দেশের বিজ্ঞানীরা এবং ভারতীয় গবেষণা সংস্থা যে সাফল্য অর্জন করেছে তা দেশের সাফল্য। এর নাম ‘হিন্দুস্তান’ (ভারত) হওয়া উচিত। যেখানে বিক্রম ল্যান্ডার অবতরণ করেছে, তার নাম ‘ভারত’ রাখা উচিত ছিল। হিন্দুস্তান বা ভারত নাম রাখা হলে তা যথাযথ হতো।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও ওই ইস্যুতে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মৃণাল পাণ্ডে নামে একজন লিখেছেন, সম্ভবত ভবিষ্যতে সঠিক সময় অনুধাবন করে সেখানে একটি ভার্চুয়াল মন্দির নির্মাণের ঘোষণাও দেওয়া হবে। জিতেন্দ্র কুমার নামে একজন লিখেছেন, আপনি চন্দ্রযান-৩-এর ল্যান্ডিং সাইটকে 'শিবশক্তি' স্থল বলে ধর্মান্ধ হিন্দুদের খুশি করছেন, কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরাও এটা মেনে নিতে পারছেন না কারণ তারা দেশের বহুত্ব নিয়ে গর্বিত। জ্যাকি যাদব নামে এক জন লিখেছেন, মোদীজি নাম রাখার কে? এই অধিকার ইসরোর আছে। এই দেশ যখন ‘ধর্মনিরপেক্ষ’ তাহলে হিন্দু ধর্মের নাম কেন? দেশে হিন্দু-মুসলমান (বিভাজন) করার পর এখন চাঁদেও এই মানুষগুলো একই খেলা খেলছে।
উল্লেখ্য গত (বুধবার) সন্ধ্যা ৬.০৪ মিনিটে চাঁদের মাটি স্পর্শ করে ভারতীয় চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। দেশজুড়ে এ নিয়ে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। চন্দ্রযান-৩ চাঁদে অবতরণ করার সময়ে বিদেশ সফরে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে গ্রিস সফর শেষ করে আজ (শনিবার) দেশে ফিরে কর্ণাটকের বেঙ্গালুরুতে যান। সেখানে হ্যাল বিমানবন্দরে বক্তব্য দিয়ে মোদী স্লোগান তোলেন, 'জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান'।
তারপরে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’ কার্যালয়ে ‘ইসরো’ প্রধান এস সোমনাথসহ সেখানকার বিজ্ঞানীদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'ইসরোর বিজ্ঞানীদের ধৈর্য, পরিশ্রম দেশকে যে উচ্চতায় নিয়ে গিয়েছে তা সাধারণ নয়। ভারতীয় বিজ্ঞানের অগ্রগতির শঙ্খনাদ শোনা যাচ্ছে। ভারত চাঁদে পৌঁছে গেছে। ‘ইসরো’ আমাদের দেশকে গর্বিত করেছে। আমরা চাঁদের যে জায়গায় পৌঁছেছি সেই জায়গায় আগে কেউ পৌঁছায়নি। এ সময়ে তিনি ঘোষণা করেন চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুর যে জায়গাটিতে অবতরণ করেছে এবার সেই স্থানটি ‘শিবশক্তি’ নামে পরিচিত হবে। এরপরেই ওই ইস্যুতে বিতর্ক সৃষ্টি হয়েছে। #
পার্সটুডে/এমএএইচ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।