রাজধানীর একাংশে বন্ধ থাকবে দোকান এবং অফিস, সমস্ত উড়ন্ত জিনিস নিষিদ্ধ
(last modified Wed, 30 Aug 2023 06:05:28 GMT )
আগস্ট ৩০, ২০২৩ ১২:০৫ Asia/Dhaka
  • রাজধানীর একাংশে বন্ধ থাকবে দোকান এবং অফিস, সমস্ত উড়ন্ত জিনিস নিষিদ্ধ

ভারতের রাজধানী দিল্লি  জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য প্রস্তুত হয়েছে।  আগামী ৯/১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে ওই সম্মেলন। এ সময়ে  বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা দিল্লিতে থাকবেন। দিল্লি সরকার এ জন্য ৮,৯ এবং ১০ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করেছে। এর পাশাপাশি দিল্লি সরকারের শ্রম কমিশনারের কার্যালয় একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে শীর্ষ সম্মেলনকে সামনে রেখে নয়াদিল্লি জেলার সমস্ত দোকান ৮সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে এবং কর্মচারী বা শ্রমিকদের  সরকারি ছুটি থাকবে। 

 দিল্লি সরকারের শ্রম কমিশনারের অফিস থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে বিভিন্ন দেশের প্রধানরা অংশ নেবেন। এটি একটি বড় আয়োজন। এর নিরাপত্তা ও বিশেষ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে এই দিনগুলোতে ছুটি ঘোষণা করা হচ্ছে। এ সময়ে বাণিজ্যিক ব্যবহারের দোকানসহ সব দোকানপাট বন্ধ থাকবে এবং সরকারি ও বেসরকারি অফিসে ছুটি থাকবে।  

অন্যদিকে, পুলিশ কমিশনারের কার্যালয় একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছে, প্যারাগ্লাইডার, প্যারা-মোটর, হ্যাং-গ্লাইডার, ইউএভি, ইউএএস, মাইক্রোলাইট বিমান, দূর থেকে চালিত বিমান, হট এয়ার বেলুন, ছোট চালিত বিমান এবং কোয়াডকপ্টারের মতো যে কোনও উড়ন্ত ডিভাইস দিল্লিতে নিষিদ্ধ।  

পুলিশের  জারি করা বিবৃতিতে বলা হয়েছে, কিছু অপরাধী, অসামাজিক উপাদান বা সন্ত্রাসী,  নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে, সেজন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।  দিল্লি পুলিশ সূত্রে প্রকাশ, এ সংক্রান্ত আদেশ ১২ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

পুলিশ জানিয়েছে, শীর্ষ সম্মেলনের সময় রাজধানীতে আসা প্রতিনিধি ও অন্যান্য পর্যটকদের চলাচলের জন্য একটি ডিজিটাল হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। ট্রাফিক পুলিশ তার হেল্প ডেস্কে বলেছে আমাদের লক্ষ্য হল এই ঐতিহাসিক ইভেন্টের সময় বাসিন্দা এবং দর্শনার্থীদের জন্য একটি মসৃণ এবং ঝামেলামুক্ত ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করা। 

বিশ্বের রাষ্ট্রপ্রধান ও অতিথিদের নিরাপত্তার কথা মাথায় রেখে দিল্লির বিভিন্ন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। যেসব হোটেলে অতিথিদের থাকার  ব্যবস্থা করা হয়েছে সেখানে ‘হিট স্কোয়াড’ অর্থাৎ হাউস ইন্টারভেনশন টিম মোতায়েন করা হবে। এই টিমটি যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত থাকে। 

বিদেশি অতিথিদের দুর্ভেদ্য নিরাপত্তার জন্য আধাসামরিক বাহিনী ‘সিআরপিএফ’  গ্রেটার নয়ডার ভিআইপি নিরাপত্তা প্রশিক্ষণ কেন্দ্রে ১ হাজার রক্ষীর একটি বিশেষ ৫০ টিম প্রস্তুত করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫০ জন সিআরপিএফ প্রশিক্ষক রক্ষীদের প্রস্তুত করতে নিযুক্ত রয়েছেন। এই রক্ষীদের কমপক্ষে ৫০টি টিম গঠন    করা হয়েছে। এ ছাড়া প্রায় তিন শতাধিক বুলেটপ্রুফ গাড়ি প্রস্তুত রাখা হচ্ছে।#

পার্সটুডে/এমএএইচ/৩০  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ