তামিলনাড়ুর মন্ত্রী সনাতন ধর্মের আদর্শকে মুছে ফেলার কথা বলায় রাজনৈতিক মহলে তোলপাড়
https://parstoday.ir/bn/news/india-i127692-তামিলনাড়ুর_মন্ত্রী_সনাতন_ধর্মের_আদর্শকে_মুছে_ফেলার_কথা_বলায়_রাজনৈতিক_মহলে_তোলপাড়
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে ও রাজ্যের মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন সনাতন ধর্মের আদর্শকে মুছে ফেলার কথা বলায় রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০২৩ ১৩:৪১ Asia/Dhaka
  • উদয়নিধি স্ট্যালিন
    উদয়নিধি স্ট্যালিন

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে ও রাজ্যের মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন সনাতন ধর্মের আদর্শকে মুছে ফেলার কথা বলায় রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

ওই ইস্যুতে বিজেপিসহ হিন্দুত্ববাদী দল ও বিভিন্ন সংগঠন সোচ্চার হয়েছে। একইসঙ্গে  মন্ত্রী উদয়নিধির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলা দায়ের হয়েছে। গত (শনিবার) চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে ডিএমকে নেতা ও রাজ্যের মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন বলেন, ‘সনাতন ধর্মের আদর্শকে মুছে ফেলার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোয় আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। সনাতন ধর্মের আদর্শের বিরোধিতা না বলে তাকে নিশ্চিহ্ন করার কথা বলায় অনুষ্ঠানের উদ্যোক্তাদের অভিনন্দন জানাই। আমাদের প্রথম কাজ হল বিরোধিতা নয়, সনাতন ধর্মের আদর্শকে মুছে ফেলা। এই সনাতন প্রথা সামাজিক ন্যায় ও সাম্যের বিরোধী।’  

‘কিছু জিনিস আছে, যার বিরোধিতা যথেষ্ট নয়, তা নিশ্চিহ্ন করা দরকার। যেমন করোনা, ম্যালেরিয়া, ডেঙ্গুর বিরোধিতা নয়, তাদের নিশ্চিহ্ন করা দরকার, তেমনই সনাতন আদর্শকেও মুছে ফেলা দরকার’ বলেও মন্তব্য করেন ডিএমকে নেতা ও রাজ্যের মন্ত্রী উদয়নিধি। এরপরেই ওই ইস্যুতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।  

হিন্দুত্ববাদীদের বক্তব্য- সনাতন ধর্মকে অপমান করেছেন উদয়নিধি। এ ব্যাপারে সুপ্রিম কোর্টের এক আইনজীবী গতকাল (রোববার) দিল্লি পুলিশের কাছে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে মামলা দায়ের করেছেন। দিল্লি পুলিশ স্টালিনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ বি, ১৫৩এ, ২৯৫, ৫০৪ এবং আইটি আইনের ধারায় মামলা দায়ের করেছে।

অভিযোগকারী বিনিত জিন্দালের দাবি, সনাতন ধর্ম নিয়ে উধয়নিধি প্ররোচনামূলক, জ্বালাময়ী, অবমাননাকর এবং উসকানিমূলক বক্তব্য রেখেছেন। আমি হিন্দু ও সনাতন ধর্মের পথে চলি। তাই উধয়নিধি স্ট্যালিনের মন্তব্য আমার ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। উধয়নিধি সনাতন ধর্ম নির্মূলের কথা বলেছেন। শুধু তা-ই নয়, সনাতন ধর্মকে তিনি মশা, ডেঙ্গু, করোনা ও ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেছেন।

বিজেপির সিনিয়র নেতা সুশীল মোদী বলেছেন, ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন সনাতন ধর্ম শেষ করা উচিত পরামর্শ দিয়ে দেশবিরোধী কাজ করেছেন এবং এই বিষয়ে বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের প্রধান নেতাদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। উদয়নিধি স্ট্যালিনকে গ্রেফতার করে জেলে রাখা উচিত বলেও মন্তব্য করেছেন সুশীল মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’জোটকে হিন্দু বিরোধী বলে অভিহিত করেছেন।

ডিএমকে নেতা উদয়নিধি অবশ্য সাফাইতে বলেছেন, ওরা যে মামলাই করুক তার মুখোমুখি হতে আমি তৈরি। আসলে বিজেপি ‘ইন্ডিয়া’ জোট নিয়ে ভয় পেয়েছে। সেদিক থেকে নজর ঘোরাতে এসব বলে বেড়াচ্ছে। তিনি আরও বলেন, যখন প্রধানমন্ত্রী বলেন, 'কংগ্রেসমুক্ত ভারত', উনি কী তখন বোঝাতে চান যে কংগ্রেসের লোকদের হত্যা করতে হবে। সনাতন কী? সনাতনের অর্থ কিছুই পরিবর্তন করা যাবে না, সবকিছু স্থায়ী। কিন্তু, দ্রাবিড়িয় মডেল হচ্ছে পরিবর্তনের এবং সকলেই সমান। বিজেপি আসলে আমার কথার ভুল ব্যাখ্যা করছে এবং ভুল খবর ছড়াচ্ছে। ওদের এটাই কাজ।

‘আমার কথার ইচ্ছাকৃত ভাবে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। সনাতন প্রথার বিরুদ্ধে বলেছি মানে এই নয় যে, গণহত্যার কথা বলেছি। এই সনাতন প্রথা যুগ যুগ ধরে জাতপাত, ধর্মের বেড়াজালে রেখে দলিত ও পিছিয়ে পড়া শ্রেণিকে পায়ের নীচে রেখেছে। একে নিশ্চিহ্ন না করলে মানুষের সার্বিক উন্নতি সম্ভব নয়। তাই আমি আমার বক্তব্য থেকে সরছি না’ বলেও মন্তব্য করেছেন তামিলনাড়ুর মন্ত্রী ও ডিএমকে নেতা উধয়নিধি স্ট্যালিন।#

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৪ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।