সনাতন মতাদর্শ ইস্যুতে
তামিলনাড়ুর মন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে প্রধান বিচারপতিকে ২৬২ ব্যক্তির চিঠি
তামিলনাড়ুর মন্ত্রী ও ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন সনাতন ধর্ম সম্পর্কে বিদ্বেষপূর্ণ মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে ২৬২ জন ব্যক্তিত্ব চিঠি লিখেছেন।
উদয়নিধি স্ট্যালিনের বিরুদ্ধে অভিযোগ- তিনি সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে সনাতন মতাদর্শকে ডেঙ্গু, ম্যালেরিয়া,করোনার সঙ্গে তুলনা করে নির্মূল করার কথা বলে বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছেন।
অন্যদিকে, আজ (মঙ্গলবার) সামাজিক যোগাযোগ মধ্যমে উদয়নিধি স্ট্যালিনের পাশে হিটলারের একটি ছবি বসিয়ে প্রকাশ করেছে হিন্দুত্ববাদী বিজেপি। পোস্টটিতে ডিএমকে নেতাকে নাৎসি জার্মানির একনায়কের সঙ্গে তুলনা করা হয়েছে। এতে বলা হয়েছে- ‘হিটলারের ইহুদি বর্ণনা ও উদয়নিধি স্ট্যালিনের সনাতন ধর্মের ব্যাখ্যার মধ্যে গা ছমছম করা সামঞ্জস্য রয়েছে। হিটলারের পথে হেঁটেই সনাতন ধর্ম মুছে ফেলার ডাক দিয়েছেন জুনিয়র স্ট্যালিন। আমরা সবাই জানি কীভাবে নাৎসিদের বিদ্বেষ ইহুদি নিধনের রূপ নেয়। কমপক্ষে ১১ লাখ ইহুদিকে হত্যা করা হয়। একইভাবে, ভারতের ৮০ শতাংশ জনসংখ্যা যারা সনাতন ধর্ম অনুসরণ করে তাদের হত্যা করতে চাচ্ছেন উদয়নিধি। এতে ‘ইন্ডিয়া’ জোট ও কংগ্রেসের সমর্থন খুবই চিন্তার বিযয়।’
অভিযুক্ত মন্ত্রী উদয়নিধি তার সাফাইতে বলেছেন, সনাতন ধর্ম নিয়ে তার মন্তব্যের অপপ্রচার করা হচ্ছে। হিন্দু ধর্ম নয়, তিনি জাতিগত পার্থক্যের নিন্দা করেছিলেন।
এদিকে, ওই ঘটনায় উদয়নিধি স্ট্যালিনের শিরচ্ছেদের হুঁশিয়ারি দিয়েছেন অযোধ্যার মহন্ত পরমহংস আচার্য। নিজে উদয়নিধির মাথা কাটবেন, একথা বলার পাশাপাশি কেউ এই কাজ করলে তাকে ১০ কোটি টাকা পুরস্কার দেবেন বলেও ঘোষণা করেছেন। এ সময়ে তিনি উদয়নিধির ছবিতে তলোয়ার চালান। ওই ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে।
এ প্রসঙ্গে প্রধান বিরোধী দল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে এবং কর্ণাটক সরকারের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে মহন্তকে টার্গেট করে এক বার্তায় বলেছেন, আপনার এবং অন্যান্য ধর্মান্ধদের মধ্যে পার্থক্য কী? আপনার ধর্ম কী সহমর্মিতা ও সমতার শিক্ষা দেয় না?
প্রসঙ্গত, অযোধ্যার তপস্বী ছাউনির প্রধান পুরোহিত জগৎগুরু পরমহংস আচার্য ঘোষণা করেছেন যে কেউ স্ট্যালিনের মাথা কেটে তার কাছে নিয়ে যাবে তাকে তিনি ১০ কোটি টাকা নগদ পুরস্কার দেবেন। তিনি বলেন, যদি কেউ স্টালিনকে হত্যা করার সাহস না করে, তিনি নিজেই বিশ্বের যেকোনো প্রান্ত থেকে তাদের খুঁজে বের করে হত্যা করবেন।
এর আগে ‘রামচরিতমানস’ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য পরমহংস আচার্য সমাজবাদী পার্টির নেতা স্বামী প্রসাদ মৌর্যের শিরচ্ছেদ করলে তাকে নগদ পুরস্কার ঘোষণা করেছিলেন এবং 'পাঠান' চলচিত্রে গেরুয়া পোশাক দেখানোর জন্য অভিনেতা শাহরুখ খানকে জীবন্ত পুড়িয়ে মারতে পারলে আর্থিক পুরস্কার ঘোষণা করেছিলেন। #
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।