সংসদের বিশেষ অধিবেশনের আলোচ্যসূচি জানান: ‘ইন্ডিয়া’ জোট  
(last modified Wed, 06 Sep 2023 10:49:51 GMT )
সেপ্টেম্বর ০৬, ২০২৩ ১৬:৪৯ Asia/Dhaka
  • সংসদের বিশেষ অধিবেশনের আলোচ্যসূচি জানান: ‘ইন্ডিয়া’ জোট  

   ভারতে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে সংসদের আসন্ন বিশেষ অধিবেশনের আলোচ্যসূচি সম্পর্কে জানানোর দাবি জানিয়েছে বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। 

গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসায় বিজেপি বিরোধী 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স' বা ‘ইন্ডিয়া’জোটের নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে সংসদের ‘বিশেষ অধিবেশন’ কেন ডাকা হচ্ছে তা না জানতে পারায় কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সোচ্চার হন বিরোধীরা। 

এ প্রসঙ্গে রাতে কংগ্রেসের মুখপাত্র গৌরব গগৈ বলেন, ইন্ডিয়া জোটের বৈঠকে সকলের অভিমত ছিল, কেন সংসদের ‘বিশেষ অধিবেশন’ ডাকা হচ্ছে সে বিষয়ে এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। প্রায় ১২/১৩ দিন পরে সংসদের একটি বিশেষ অধিবেশন হতে চলেছে। কিন্তু দেশবাসী জানে না যে এই বিশেষ  অধিবেশনের বিশেষত্ব কী? বিজেপি এ ব্যাপারে স্বচ্ছতা দেখাক এবং দেশকে জানিয়ে দিক এই বিশেষ অধিবেশনের বিশেষ এজেন্ডা কী? আমরা দেশের স্বার্থে বর্তমানের মূল সমস্যা সমাধানে একটি ইতিবাচক অধিবেশন চাই। আমাদের একতায় বিজেপি ভয় পেয়েছে বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। 

গ্রেসের রাজ্যসভার এমপি প্রমোদ তিওয়ারি বলেন, ‘আপনি কী কখনও এমন সরকার দেখেছেন যে বিরোধীদের সঙ্গে কথা বলে না এবং সংসদের বিশেষ অধিবেশন ডাকে। আমরা জানতে চাই বিশেষ অধিবেশনের আলোচ্যসূচি কী? কী উদ্দেশ্যে এই বৈঠক হয়েছে?’ তিনি আরও বলেন, ‘ওরা এজেন্ডা-বিহীন এবং নেতৃত্বহীন সরকার। আমরা কোথায় বসব, নতুন বা পুরাতন সংসদে তা এখনও ঠিক হয়নি। তাদের এজেন্ডা বলা উচিত, তাহলে আমরাও আমাদের এজেন্ডা সরকারকে জানাবো।’  

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে ‘আপ’ নেতা রাঘব চাড্ডা এবং সঞ্জয় সিং, শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত, এনসিপি’র  সুপ্রিয়া সুলে, সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব, জেএমএম-এর মহুয়া মাজি, ডিএমকে’র টিআর বালু, তৃণমূল কংগ্রেসের ডেরেক ও'ব্রায়েন, জনতা দল-ইউনাইটেডের লালন সিং, এমডিএমকে’র ভাইকো, আরজেডি’র মনোজ ঝাসহ ‘ইন্ডিয়া’ জোটের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

আমাদের একতায় বিজেপি ভয় পেয়েছে বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা গৌরব গগৈ

এর আগে কংগ্রেস পার্লামেন্টারি স্ট্র্যাটেজি গ্রুপও বিশেষ অধিবেশন নিয়ে আলোচনা করার জন্য কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর বাসভবনে একটি বৈঠক করেছিল।

প্রসঙ্গত, আগামী ১৮ সেপ্টেম্বর থেকে পাঁচ দিনের জন্য সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্রীয় সরকার। গত ৩১ আগস্ট সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এ সংক্রান্ত ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় তিনি বলেন, আগামী ১৮ সেপ্টেম্বর থেকে বসবে সংসদের বিশেষ অধিবেশন। পাঁচ দিনের অধিবেশন শেষ হবে ২২ সেপ্টেম্বর। 

কিন্তু কী কারণে এই অধিবেশন, তা অবশ্য স্পষ্ট করেননি কেন্দ্রীয় মন্ত্রী। তিনি শুধু জানিয়েছেন, অমৃত কালের দিকে তাকিয়ে কার্যকরী আলোচনা’র জন্য এই অধিবেশন। এরপর থেকেই আলোচ্যসূচি সম্পর্কে ধোঁয়াশা থাকায় তা নিয়ে বিরোধীদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। তারা কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে অবিলম্বে আলোচ্যসূচি জানানোর দাবি জানিয়েছেন।   #

পার্সটুডে/এমএএইচ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।