দানিশ আলিকে গালি দেওয়া বিজেপি এমপি রমেশকে নির্বাচনে বিশেষ দায়িত্ব
https://parstoday.ir/bn/news/india-i128696-দানিশ_আলিকে_গালি_দেওয়া_বিজেপি_এমপি_রমেশকে_নির্বাচনে_বিশেষ_দায়িত্ব
ভারতীয় সংসদে বিএসপি নেতা দানিশ আলি এমপির ধর্মীয় পরিচয় নিয়ে কটূক্তি ও গালি দেওয়ায় অভিযুক্ত বিজেপি এমপি রমেশ বিধুরিকে রাজস্থানের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১৮:২০ Asia/Dhaka
  • দানিশ আলিকে গালি দেওয়া বিজেপি এমপি রমেশকে নির্বাচনে বিশেষ দায়িত্ব

ভারতীয় সংসদে বিএসপি নেতা দানিশ আলি এমপির ধর্মীয় পরিচয় নিয়ে কটূক্তি ও গালি দেওয়ায় অভিযুক্ত বিজেপি এমপি রমেশ বিধুরিকে রাজস্থানের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে।

সম্প্রতি লোকসভায় বিএসপি নেতা দানিশ আলি এমপিকে মোল্লা উগ্রবাদী, কাটুয়া (খতনাকারী), ভাড়ুয়া (পতিতাদের দালাল),   বাহার ফেঁকো ইস মোল্লেকো (এই মোল্লাকে বাইরে ফেলে দাও),  ‘ইয়ে উগ্রবাদী হ্যায়, ইয়ে আতঙ্কবাদী (সন্ত্রাসী) হ্যায়’ ইত্যাদি  বলে গালি দিয়েছেন বিজেপি এমপি রমেশ বিধুরি।

বিষয়টি নিয়ে সুবিচারের দাবি জানিয়ে লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন বিএসপি নেতা দানিশ আলি এমপি। কমপক্ষে চারজন বিরোধী নেতাও ওই ইস্যুতে স্পিকারকে চিঠি দিয়েছেন। কিন্তু এসব বিষয়ের নিষ্পত্তি না হতেই বিজেপির পক্ষ থেকে রাজস্থানে আসন্ন বিধানসভা নির্বাচনে টঙ্ক বিধানসভা আসনে দলের পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন রমেশ বিধুরি।  

এভাবে দলের পক্ষ থেকে তাকে নয়া দায়িত্ব দেওয়ায় ফের বিতর্ক সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। রাজ্যসভার সংসদ সদস্য কপিল সিব্বাল এটিকে বিধুরিকে ঘৃণা ছড়ানোর জন্য একটি নয়া পুরস্কার বলে কটাক্ষ করেছেন। অন্যদিকে, তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র এমপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে প্রশ্ন করেছেন, এটাই কী আপনার ভালোবাসার বিস্তার?   

কপিল সিব্বল

আজ (বৃহস্পতিবার) সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার এমপি কপিল সিব্বল বলেছেন বিজেপিক ঘৃণাকে পুরস্কৃত করে।

সংসদের বিশেষ অধিবেশনে দানিশ আলিকে   (বিএসপি) অকথ্য শব্দ ব্যবহার করে আক্রমণ করায় পুরস্কৃত হয়েছেন বিধুরি। বিজেপি তাকে এখন রাজস্থানের টঙ্ক জেলার ইনচার্জ করেছে। টঙ্কের মুসলিম জনসংখ্যা ২৯.২৫ শতাংশ। ঘৃণাকে রাজনৈতিক লাভের প্রতীক হিসেবে বিবেচনা  করা হচ্ছে। মেরুকরণের মাধ্যমে ভোট বিভাজনে সুবিধা পাওয়ার লক্ষ্যে এটা করা হয়েছে বলেও মন্তব্য করেছেন রাজ্যসভার এমপি কপিল সিব্বল।

প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা জয়রাম রমেশ বলেছেন- সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, (সকলের সঙ্গে সবার উন্নয়ন, সবার বিশ্বাস) এসবই  তাদের বাজে কথা।

তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র এমপি বলেছেন- যে ব্যক্তিকে (দলের পক্ষ থেকে) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তাকে কীভাবে নয়া দায়িত্ব দেওয়া যায়? নরেন্দ্র মোদীজি, এটা কী সংখ্যালঘুদের জন্য আপনার স্নেহ যাত্রা, এটাই আপনার ভালবাসার বিস্তার?  

প্রসঙ্গত, বিজেপি এমপি রমেশ বিধুরির মন্তব্যের নিন্দা জানিয়েছে বিরোধী কংগ্রেস, ডিএমকে, এনসিপি, আরজেডি, আপ, বিএসপি, বিআরএস এবং টিএমসি। এর মধ্যে রমেশ বিধুরির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে লোকসভার স্পিকারের কাছে চিঠি লিখেছেন বিরোধী দলের চার নেতা।

অন্যদিকে, ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি দাবি করেছেন-  বিধুরির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তিনি বলেছেন- তাকে বিজেপির দিল্লি রাজ্য সভাপতি বানানোর সম্ভাবনা রয়েছে। হিটলারের জার্মানিতে যেভাবে ইহুদিদের সঙ্গে আচরণ করা হয়েছিল, আজ ভারতের মুসলমানদের সঙ্গে সেরকমই আচরণ করা হচ্ছে বলেও আসাদউদ্দিন ওয়াইসি এমপি কটাক্ষ করেছেন। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২৮  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।