দিল্লিতে নাটকবাজি করছে তৃণমূল- শুভেন্দু : দিল্লিতে ক্ষমতায় আসবে ‘ইন্ডিয়া’ জোট’- ফিরহাদ
https://parstoday.ir/bn/news/india-i128892-দিল্লিতে_নাটকবাজি_করছে_তৃণমূল_শুভেন্দু_দিল্লিতে_ক্ষমতায়_আসবে_ইন্ডিয়া’_জোট’_ফিরহাদ
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলকে টার্গেট করে বলেছেন, ওরা পরিবারকে প্রতিষ্ঠিত করতে দিল্লিতে দু’দিন ধরে নাটকবাজি করছে। 
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
অক্টোবর ০৩, ২০২৩ ১৮:৩৭ Asia/Dhaka
  • শুভেন্দু অধিকারী ও ফিরহাদ হাকিম
    শুভেন্দু অধিকারী ও ফিরহাদ হাকিম

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলকে টার্গেট করে বলেছেন, ওরা পরিবারকে প্রতিষ্ঠিত করতে দিল্লিতে দু’দিন ধরে নাটকবাজি করছে। 

তিনি আজ (মঙ্গলবার) দিল্লিতে দলীয় সদর দফতরে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। শুভেন্দু অধিকারী আজ একইসঙ্গে তৃণমূল রাজনৈতিক উদ্দেশ্যে দিল্লিতে ধর্না-অবস্থান ও নাটকবাজি করছে, চোরেদের বিরুদ্ধে, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে তাদের আন্দোলন চলবে বলেও মন্তব্য করেছেন। 

প্রসঙ্গত, একশো দিনের কাজ, আবাস যোজনাসহ সরকারি বিভিন্ন প্রকল্পে বাংলার বকেয়া পাওনা অর্থ আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দিল্লিতে ধর্না-অবস্থান-মিছিল করেছে তৃণমূল। গতকাল ও আজ তৃণমূলের ওই কর্মসূচি পালিত হয়েছে। তৃণমূলের অভিযোগ- কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি বঞ্চনা করছে এবং বেআইনিভাবে বাংলার মানুষের প্রাপ্য টাকা আটকে রেখেছে। সেজন্য অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে বাংলার পাওনা টাকা  দিতে হবে।  

শুভেন্দু অধিকারী

এ প্রসঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ- একশো দিনের কাজ প্রকল্পে পশ্চিমবঙ্গে ব্যাপক দুর্নীতি হয়েছে। তিনি বলেন, ‘একশো দিনের কাজে কমপক্ষে ১ কোটি ৩০ লাখ ভুয়ো জব কার্ড ধরা পড়েছে। এগুলো যাদের নামে  ছিল তারা ভুয়ো। গত দশ বছর ধরে এই ভুয়ো জব কার্ড দেখিয়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বা চুরি করা হয়েছে।

তিনি বলেন, তৃণমূল নেতাদের প্রত্যক্ষ মদদে পশ্চিমবঙ্গে ‘এমজিএনআরইজিএ’ প্রকল্পে ব্যাপক চুরি হয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার। তোলামূলের চোর নেতাদের প্রতিবাদ ভুয়ো জব কার্ডের মতোই ভুয়ো। লুট করতে না পারার হতাশার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়’ বলেও কটাক্ষ করেছেন বিজেপি নেতা ও বিধায়ক শুভেন্দু অধিকারী। 

দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচিতে তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম

এদিকে, আজ দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখার সময়ে তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তার বক্তব্যে বলেন, আমরা থামব না, এই আন্দোলন চলবে। গরীবের পেটে লাথি মারা মোদী দূরহটো, ভারত ছাড়ো, এখনি ছাড়ো, অবিলম্বে ছাড়ো বলে মন্তব্য করেন। আজ না হয় কাল দিল্লির এই অত্যাচার বন্ধ হবে এবং ‘ইন্ডিয়া’ ('ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স/ইন্ডিয়া) জোট সরকার গঠন হবে এবং গরীব মানুষের হকের টাকা অবশ্যই দেওয়া হবে বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম।

আজ পশ্চিমবঙ্গের শীর্ষ তৃণমূল নেতারা দিল্লিতে ওই কর্মসূচিতে বক্তব্য রাখেন এবং সকলেই রাজ্যকে বকেয়া অর্থ দেওয়ার দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হন।#          

পার্সটুডে/এমএএইচ/এমএআর/৩