কোলকাতায় 'রাহমাতুল্লিল আলামীন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় সর্বধর্মের গুণীজনদের অংশগ্রহণে 'রাহমাতুলল্লিল আলামীন' শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় রামমোহন হলরুমে সেমিনারটি শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত।
ইরানি প্রতিনিধি মওলানা সৈয়দ সাদিক আল হুসাইনীর আয়োজনে নূরূল ইসলাম একোডেমীর উদ্যোগে হালকা-এ-কাদরী বোলপুরের সহযোগিতায় সেমিনারটি সম্পন্ন হয়।
মাওলানা তাফাজ্জুল হোসেনের কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বোলপুরের পীর সৈয়দ রাশাদাত আলী কাদরী, হিন্দুগুরু যোগি পথিক মজুমদার, শিখ গূরু সোরেন সিং, খ্রিস্টান ফাদার প্রীথ্থি রাজ নায়েক, নাইমূর রহমান, পীর সৈয়দ মারসুদ আল কাদরী, মওলানা সাব্বির আলী ওয়ারসী, মিনহাজ কাদরী, মওলানা রিজওয়ানুস সালাম খান এবং ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি সৈয়দ সাদিক আল হুসাইনী প্রমূখ।

সেমিনারে মওলানা সৈয়দ সাদিক আল হুসাইনী বলেন, ফিলিস্তিনি মজলুম মানুষের হয়ে আমাদের সকলকে এক হয়ে লড়াই করে ঈমানের পরিচয় দিতে হবে, শুধু দোয়া করলে হবে না।
হিন্দুগুরু যোগী পত্রিক মজুমদার বলেন, নবী মুহম্মদ যাবার সময় কুরআন ও আহলে বাইত রেখে গেছেন। আহলে বাইত না চিনলে ইসলাম রক্ষা হবে না। আমরা হিন্দুরা হুসাইনের কাতিলের মধ্যে নয়।"

শিখগুরু সোরেন সিং বক্তব্য রাখতে গিয়ে বলেন, "আমরা দুনিয়াতে এসেছি একে অপরের সেবা করার জন্য। শান্তি বজায় রাখা দরকার ৷"
সুন্নী পীর সৈয়দ মারসুদ আল কারদী বলেন, "আমাদের সবার মধ্যে ইত্তেহাদ বজায় রেখে সমাজে শান্তি আনা দরকার।"

সেমিনারের এক পর্যায়ে 'সত্যের পথে' পত্রিকার সম্পাদক মুস্তাক আহমদের কবিতার বই 'এলো রক্ত ঝরার দিন' প্রকাশ করেন উপস্থিত অতিথিগণ।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৯