গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে
ইসরাইলি সেনাদের ‘যুদ্ধ অপরাধী’ হিসেবে বিচার করতে হবে: আহমদ হাসান
ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সাবেক এমপি ও বিশিষ্ট সাংবাদিক আহমদ হাসান ইমরান ফিলিস্তিনে ইসরাইলকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে এবং যুদ্ধ অপরাধী হিসেবে ইসরাইলি সেনাদের বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন।
কোলকাতা থেকে প্রকাশিত দৈনিক ‘পুবের কলম’ পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান রেডিও তেহরানকে দেওয়া সাক্ষাৎকারে ওই দাবি জানিয়েছেন। আহমদ হাসান একইসঙ্গে ফিলিস্তিন ইস্যুতে আরববিশ্ব বিশেষ করে সৌদি আরবের তীব্র সমালোচনা করে তাদেরকে যায়নবাদীদের সঙ্গে তুলনা করেছেন। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহিকে ইসরাইলের থেকেও বেশি ইসরাইল বলে মন্তব্য করেছেন। ইহুদিবাদী ইসরাইল গাজা এবং ওয়েস্ট ব্যাঙ্কে মুসলিম নির্মূল অভিযান চালাচ্ছে বলে তিনি মন্তব্য করে বিশ্ববাসীকে ইসারাইলি বর্বরতাকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
রেডিও তেহরানের সাবেক সিনিয়র সাংবাদিক আহমদ হাসান ইমরান বলেন, ‘সারা পৃথিবী আজকে দেখছে যে, কীভাবে যায়নবাদী ইসরাইল এবং তাদের সেনারা মার্কিন মদদে, পশ্চিমা রাষ্ট্রগুলোর মদদে ফিলিস্তিনে নরসংহার চালাচ্ছে! চার হাজারের বেশি ফুলের মত শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, মহিলারা নিহত হচ্ছেন। তারা বোমাবর্ষণ করছে হাসপাতালে, গির্জায়, মসজিদে ও স্কুলে। কোনো বাধা তারা মানছে না। আমি ‘পুবের কলম’ পত্রিকার সঙ্গে যুক্ত আছি। তাতে আমি প্রশ্ন তুলেছি, কোনটা বেশি ভয়ঙ্কর? কোনটা বেশি বীভৎস? ওরা খুব দাবি করে যে তাদের বিরুদ্ধে ‘হলোকাস্ট’ হয়েছিল। কিন্তু এখন আধুনিক গবেষকরা বলছেন, হলোকাস্টের যে সংখ্যা দেওয়া হয় ৬০ লাখ ইহুদি মারা যাওয়ার কথা কতটা সত্যি তা গবেষণা ও ইতিহাসের আলোকে বিচার করতে হবে। কিন্তু ওরা হলোকাস্টের কথা বলে সারা পৃথিবীর কাছে সমবেদনা কুড়ায়।’
তিনি বলেন,‘আমরা প্রশ্ন তুলেছি, কোনটা বেশি ভয়ঙ্কর? কোনটা বেশি অমানবিক? কোনটা বেশি পৈশাচিক? হলোকাস্ট না গাজায় ইসরাইলি সেনাবাহিনীর হামলা ও ধ্বংসযজ্ঞ? সেই সঙ্গে তারা মুসলিম সাফাই অভিযান চালাচ্ছে গাজা এবং ওয়েস্ট ব্যাংক থেকে। সবাই দেখছে, আমেরিকা সমর্থন করে যাচ্ছে। কিন্তু এই আমেরিকাই গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে, ওরা বলে, বিচার বহির্ভূত হত্যা চলবে না। কিন্তু যখন তাদের স্বার্থ থাকে তারা এসবকেই সমর্থন করে। তারা যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, সভ্য পৃথিবী কখনও এরকম দেখেনি। তিনি বলেন, ফিলিস্তিনিরা ইসরাইলকে আক্রমণ করেনি। ইসরাইলই ফিলিস্তিনকে আক্রমণ করেছে, তাদের ভূমি দখল করেছে, তাদেরকে বেঘর করেছে। আমরা বলব যুদ্ধ বিরতি নয়, অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে, গাজার মানুষদের ত্রাণ পৌঁছাতে হবে, সেখানে নতুন করে সবকিছু গড়ে তুলতে হবে এবং গাজা ও পশ্চিম তীরকে নিয়ে একটা আলাদা রাষ্ট্র করতে হবে। তাদের প্রাপ্য এটা, আন্তর্জাতিক চুক্তি এটা বলছে।’
আহমদ হাসান ইমরান আরও বলেন, দুঃখের বিষয় সৌদি আরব এবং আরও কয়েকটি দেশ সংযুক্ত আরব আমিরশাহি, তারা ইসরাইলের থেকেও বেশি ইসরাইল। যায়নবাদীদের থেকে বেশি যায়নবাদী! তারা এটাকে সমর্থন করছে না। ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি খুব ভালো প্রস্তাব দিয়েছিলেন। তুরস্কের প্রেসিডেন্টও ভালো কথা বলেছিলেন। কাতারও ভালো কথা বলেছিল। কিন্তু সম্প্রতি যে শীর্ষ সম্মেলন হয়ে গেল তাতে এসব কথা গ্রহণ করা হয়নি। সৌদি আরবের বাদশাহের ছেলে তিনি নিজেই এখন বাদশাহ এবং সংযুক্ত আরব আমীরশাহী এটা হতে দেয়নি, তারা বাধা দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে তাদেরকে একদিন গদি ছাড়তে হবে। তার কারণ হচ্ছে, সৌদি আরবে কোনো গণতন্ত্র নেই, তারা মানুষের উপর অত্যাচার করে, আলেমদের উপর অতাচার করে।’
‘অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে এবং যুদ্ধ অপরাধী হিসেবে ইসরাইলি সেনাদের বিচার করতে হবে। এটা অবশ্যই হওয়া উচিত। এবং কোনোমতেই ফিলিস্তিনিদের অন্য জায়গায় পাঠানো চলবে না’ বলেও মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট সাংবাদিক আহমদ হাসান ইমরান।#
পার্সটুডে/এমএএইচ/জিএআর/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।