পশ্চিমবঙ্গ বিধানসভায় স্পিকারের সিদ্ধান্তে হট্টগোল বিজেপির, ওয়াক আউট
পশ্চিমবঙ্গ বিধানসভায় স্পিকারের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে আজ বিজেপি বিধায়করা হট্টগোল শুরু করেন এবং পরে তারা বিধানসভা থেকে বেরিয়ে যান।
সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু এতদিন পরেও কেন তিনি মন্ত্রিসভায় রয়েছেন, এই প্রশ্নে আজ (বৃহস্পতিবার) বিধানসভায় ‘পয়েন্ট অফ অর্ডার’-এ আলোচনা চেয়ে সোচ্চার হন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই আলোচনার আবেদনে সায় দেননি। স্পিকার আলোচনার অনুমতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিজেপি বিধায়কেরা। তারা এ সময়ে বিক্ষোভ শুরু করে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। পরে ওয়াক আউট করে তারা বিধানসভার বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন।
এ প্রসঙ্গে আজ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বিধানসভার স্পিকারকে ‘দলদাস’ বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন, ‘বিরোধী দলনেতার নেতৃত্বে আমাদের বিধায়করা বিধানসভার ভিতরে সংগ্রাম, লড়াই চালিয়ে যাচ্ছে যে বাংলার যে ক’জন মন্ত্রী গ্রেফতার হয়েছে তা নিয়ে আলোচনা হোক। কেন আলোচনা হবে না? তার পরিপ্রেক্ষিতে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেছে স্পিকার। এই স্পিকার দলদাস স্পিকার। তার এই পদক্ষেপের বিরোধিতা করে ৪ ডিসেম্বর বিজেপি গান্ধী মূর্তির পাদদেশে একদিনের জন্য ধর্না-অবস্থান করবে। ওই ইস্যুতে বিজেপি বিধায়করা বিধানসভার মধ্যে লড়বে, বিধানসভার বাইরে দল লড়বে’ বলেও মন্তব্য করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এ প্রসঙ্গে আজ রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, ওরা বিভিন্ন দাবি করতেই পারে। দল যা সিদ্ধান্ত নেওয়ার নেবে।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।