ভারতে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনে বুথ ফেরত জরিপে মিশ্র পূর্বাভাস
https://parstoday.ir/bn/news/india-i131530-ভারতে_৫_রাজ্যে_বিধানসভা_নির্বাচনে_বুথ_ফেরত_জরিপে_মিশ্র_পূর্বাভাস
ভারতে পাঁচ রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিভিন্ন বেসরকারি সংস্থার বুথ ফেরত জরিপ প্রকাশ করা হয়েছে। এতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস মিলেছে। গত সাত নভেম্বর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর তেলেঙ্গানায় ভোট গ্রহণের মধ্য দিয়ে এই নির্বাচন-পর্ব শেষ হয়।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
ডিসেম্বর ০১, ২০২৩ ১৭:৪৫ Asia/Dhaka
  • ভারতে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনে বুথ ফেরত জরিপে মিশ্র পূর্বাভাস

ভারতে পাঁচ রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিভিন্ন বেসরকারি সংস্থার বুথ ফেরত জরিপ প্রকাশ করা হয়েছে। এতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস মিলেছে। গত সাত নভেম্বর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর তেলেঙ্গানায় ভোট গ্রহণের মধ্য দিয়ে এই নির্বাচন-পর্ব শেষ হয়।

মধ্য প্রদেশ : বেশিরভাগ সংস্থার জরিপে মধ্য প্রদেশে কংগ্রেস এবং বিজেপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখানো হয়েছে। তবে রাজ্যে ক্ষমতাসীন বিজেপি এ বার কংগ্রেসকে টেক্কা দিতে পারে বলে কিছু বুথফেরত জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছে। ইন্ডিয়া টু়ডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার পূর্বাভাস বিজেপি সেখানে কংগ্রেসের চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি ভোট পেতে পারে। ২৩০ আসন সমন্বিত বিধানসভায় ১১৬টিতে জিতে সংখ্যাগরিষ্ঠতার জাদু সংখ্যা ছুঁয়ে ফেলতে পারে বিজেপি।    

তেলেঙ্গানা : ১১৯ আসন সমন্বিত তেলেঙ্গানায় কংগ্রেস এ বার ক্ষমতাসীন ভারত রাষ্ট্র সমিতিকে (বিআরএস) টেক্কা দিতে পারে বলে কয়েকটি বুথ ফেরত জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছে। গত এক দশকের মুখ্যমন্ত্রী কলভাকুন্তলা চন্দ্রশেখর রাওয়ের (কেসিআর নামেই যিনি সমধিক পরিচিত) দল বিআরএস এবার সফল হতে পারবে না বলে টুডেজ চাণক্যের দাবি। তাদের পূর্বাভাস, দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা পেতে পারে কংগ্রেস দল। অন্য দিকে, গত লোকসভা নির্বাচনে দ্বিতীয় স্থানে উঠে আসা হিন্দুত্ববাদী বিজেপি নেমে যেতে পারে তিন নম্বরে।

এবিবি নিউজ-সি ভোটারের মতে কংগ্রেস ৪৯/৬৫, বিআরএস ৩৮/৫৪ আসন এবং বিজেপি ৫/১৩ টি আসন পেতে পারে। টুডেজ চাণক্যের দাবি- কংগ্রেস ৬২/৮০, বিআরএস ২৪/৪২ এবং বিজেপি ২/১২ টি আসন পেতে পারে।

তেলেঙ্গানায় মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) ৯ টি আসনে প্রার্থী দিয়েছিল। রিপাবলিক টিভি ম্যাট্রিজের মতে ‘মিম’ ৭টি আসনে জয়ী হতে পারে। টিভি-৯ ভারতবর্ষ টিভি ৯ পোলস্ট্রাট-এর জরিপে দলটি ৬/৮ আসন পেতে পারে।    

মিজোরাম : ৪০ আসন সমন্বিত মিজোরামে এবিবি নিউজ-সি ভোটারের মতে এমএনএফ ১৫/২১, কংগ্রেস ২/৮ এবং জেডপিএম ১২/১৮টি আসন পেতে পারে। ইন্ডিয়া টু়ডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার পূর্বাভাস এমএনএফ ৩/৭, কংগ্রেস ২/৪, জেডপিএম ২৮/৩৫ আসন পেতে পারে।

রাজস্থান : ২০০ আসনের রাজস্থান বিধানসভায় এবিবি নিউজ-সি ভোটারের পূর্বাভাস কংগ্রেস ৭১/৯১, বিজেপি ৯৪/১১৪টি আসন পেতে পারে। ইন্ডিয়া টু়ডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার মতে কংগ্রেস ৮৬/১০৬টি পেতে পারে। টুডেজ চাণক্যের মতে কংগ্রেস ৮৯/১১৩ এবং বিজেপি’র  ৭৭/১০১টি আসন পাওয়ার সম্ভাবনা আছে। 

ছত্তিশগড় : ৯০ আসনের ছত্তিশগড় বিধানসভায় এবিবি নিউজ-সি ভোটারের পূর্বাভাস কংগ্রেস ৪১/৫৩, বিজেপি ৩৬/৪৮টি আসন পেতে পারে। ইন্ডিয়া টু়ডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার জরিপে কংগ্রেস ৪০/৫০, বিজেপি ৩৬/৪৮ টি আসন এবং টুডেজ চাণক্যের পক্ষ থেকে কংগ্রেস ৪৯/৬৫ এবং বিজেপির ২৫/৪১ আসন পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, রাজস্থানে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নেতৃত্বে কংগ্রেস সরকার  ক্ষমতায় রয়েছে। ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নেতৃত্বে ক্ষমতায় রয়েছে কংগ্রেস সরকার। মধ্য প্রদেশে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে ক্ষমতায় আছে বিজেপি সরকার। তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের নেতৃত্বে ক্ষমতায় রয়েছে বিআরএস সরকার। মিজোরামে ক্ষমতায় আছে মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার নেতৃত্বে এমএনএফ সরকার। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।