মুম্বাইয়ের আজাদ ময়দানে ফিলিস্তিনের সমর্থনে সমাবেশ ও দোয়া
https://parstoday.ir/bn/news/india-i131878-মুম্বাইয়ের_আজাদ_ময়দানে_ফিলিস্তিনের_সমর্থনে_সমাবেশ_ও_দোয়া
মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের আজাদ ময়দানে বঞ্চিত বহুজন আঘাড়ির পক্ষ থেকে ফিলিস্তিনের সমর্থনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে আসা লোকজন এ সময়ে 'ফ্রি প্যালেস্টাইন', 'আই স্ট্যান্ড উইথ ফিলিস্তিন' এবং 'ওয়ার্ল্ড স্ট্যান্ড উইথ ফিলিস্তিন' লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সভা শেষে ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৯, ২০২৩ ১৭:২৫ Asia/Dhaka
  • আজাদ ময়দানে ফিলিস্তিনের সমর্থনে সমাবেশ ও দোয়া
    আজাদ ময়দানে ফিলিস্তিনের সমর্থনে সমাবেশ ও দোয়া

মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের আজাদ ময়দানে বঞ্চিত বহুজন আঘাড়ির পক্ষ থেকে ফিলিস্তিনের সমর্থনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে আসা লোকজন এ সময়ে 'ফ্রি প্যালেস্টাইন', 'আই স্ট্যান্ড উইথ ফিলিস্তিন' এবং 'ওয়ার্ল্ড স্ট্যান্ড উইথ ফিলিস্তিন' লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সভা শেষে ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

গতকাল (শুক্রবার) বিকেলে ওই সমাবেশে যোগ দিতে আসা প্রতিবাদী লোকজন ইহুদিবাদী ইসরাইলকে টার্গেট করে বলেন, ইসরাইল হামাসকে সন্ত্রাসী সংগঠন বললেও ইসরাইল নিজেই সন্ত্রাসী। তারা বলেন,  হামাস কর্তৃক পরিচালিত ৭ অক্টোবরের ঘটনাটি গত কয়েক বছর ধরে ফিলিস্তিনের ওপর ইসরাইলের নৃশংসতার প্রতিক্রিয়া। ইসরাইল যে ভিডিওগুলো প্রকাশ করছে তা সবই মিথ্যা। 

সমাবেশে কুবা মসজিদের ইমাম মাওলানা আমানুল্লাহ রাজা ফিলিস্তিনে ইসরাইলের বোমা  হামলায় নারী ও শিশুরা কীভাবে নিহত হচ্ছে তা উল্লেখ করে বলেন, এটা দেখার বিষয় যে, মজলুমের পাশে কারা আছে এবং জালিমের সাথে কারা আছে। দুনিয়ার শান্তিকামী মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে কারা অত্যাচারিত, আর কারা সন্ত্রাসী। এবং সন্ত্রাসীদের আয়ু বেশি হয় না। জালিমের জীবন দীর্ঘ হয় না। ফিলিস্তিন স্বাধীন হবে, এবং ভারতের সমস্ত ভারতীয় ফিলিস্তিনের সাথে ছিল এবং সাথেই থাকবে।

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্য মাওলানা দরিয়াবাদী বলেন, ইসরাইল নিষ্ঠুর এবং কাপুরুষও। হামাস ইসরাইলে অক্টোবরের ৭ তারিখে যা কিছু করেছে, তার জন্য কয়েক মাস ধরে প্রস্তুতি নিচ্ছিল। এর মানে ইসরাইলের শক্তি ফাঁপা। আমাদের লড়াই ইহুদিদের সঙ্গে নয়। আমরা জালিম  ইহুদিদের বিরুদ্ধে। ধর্মান্ধ ইহুদিরা বিশ্বকে তাদের গোলাম মনে করে এবং সকল ধর্মকে তাদের থেকে নিকৃষ্ট মনে করে।      

ওই সমাবেশে বঞ্চিত বহুজন আঘাড়ি দলের সভাপতি প্রকাশ আম্বেদকর বলেন, আমাদের সরকারের উচিত ফিলিস্তিনে শান্তি পুনঃপ্রতিষ্ঠার পক্ষে কথা বলা, সেজন্যই আমরা এই মহাসমাবেশের আয়োজন করেছি। এটা যেমন ফিলিস্তিনের টিকে থাকার প্রশ্ন, তেমনি ভারত থেকে লাখ লাখ মানুষ আরব দেশে বসবাস করে। এই যুদ্ধ শুধু ফিলিস্তিনেই সীমাবদ্ধ নয়। এখন ইয়েমেন, লেবানন এবং ইরানও এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে, তাই এই যুদ্ধ এখন অন্যান্য দেশকে গ্রাস করছে, যার ফলে ভারতীয়রাও ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, প্রথমে ভারত সরকার ইসরাইলকে সমর্থন করেছে, তারপর চাপের মুখে ফিলিস্তিনকে সমর্থন করছে এবং সাহায্য পাঠাচ্ছে। ফিলিস্তিনের জনগণ তাদের স্বাধীনতা বজায় রাখতে চায়।    

প্রকাশ আম্বেদকর আরও বলেন, আমরা চাই, সংসদের চলমান অধিবেশনে ফিলিস্তিনের পক্ষে একটি প্রস্তাব পাস হোক। এই দায়িত্ব কংগ্রেস এবং সপা’র, যারা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ দল বলে। এ জন্য তাদের অন্তত চেষ্টা করা উচিত। আমি এই প্রচেষ্টার জন্য কংগ্রেস এবং সপা’র  কাছে আবেদন করছি। আমাদের উচিত নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তোলা এবং এর অবসান ঘটাতে শক্তি প্রয়োগ করা।  

তিনি বলেন, ‘আমাদের শান্তি প্রচেষ্টায় শামিল হতে হবে। পুলিশ এই সমাবেশ না করার জন্য আবেদন করেছিল, আমরা বলেছিলাম যে এই সমাবেশ উপসাগরীয় দেশগুলোর ৮০ লাখ মানুষের সুরক্ষার জন্য, এটি কেবল মুসলমানদের বিষয় নয়। ভারতীয়রা যখন উপসাগরীয় দেশে নিরাপদ থাকবে, তখন আমাদের দেশেও সমৃদ্ধি আসবে বলেও মন্তব্য করেন বঞ্চিত বহুজন আঘাড়ির সভাপতি প্রকাশ আম্বেদকর।#  

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।