বিশাল সামরিক চুক্তির সম্ভাবনা
ভারতের প্রজাতন্ত্র দিবসে বাইডেনের পরিবর্তে প্রধান অতিথি হচ্ছেন ম্যাক্রন
ভারতের প্রজাতন্ত্র দিবসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে প্রধান অতিথি করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থার পিটিআই আজ (শুক্রবার) এ খবর দিয়েছে। আগামী ২৬ জানুয়ারি ভারতে প্রজাতন্ত্র দিবস উদযাপিত হবে।
জানুয়ারি মাসে ম্যাক্রনের সম্ভাব্য এই সফরের সময় ভারতের সাথে প্যারিসের বিশাল সামরিক চুক্তির কথা রয়েছে।
এর আগে ভারত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিয়েছিল। কিন্তু বাইডেন এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছেন। শুধু তাই নয়- জানুয়ারি মাসে ভারতের রাজধানী নয়া দিল্লিতে অনুষ্ঠেয় কোয়াডের শীর্ষ সম্মেলনও স্থগিত করা হয়েছে। আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপানের সমন্বয়ে গঠিত এই কোয়াড।
গত সেপ্টেম্বর মাসে ভারতে জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। তাতে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ও সম্মেলনের সময় ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়ার জন্য নরেন্দ্র মোদি বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। বিষয়টি নিশ্চিত করেছিলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেতি।
প্রখ্যাত শিখ স্বাধীনতাকামী নেতা গুরপাতওয়ান্ত সিং পান্নুনকে হত্যা প্রচেষ্টা নিয়ে কিছুদিন আগে ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক দোষারোপের ঘটনা ঘটেছে। এরপর ভারতের প্রজাতন্ত্র দিবসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবর্তে ম্যাক্রনকে প্রধান অতিথি করতে যাচ্ছে।
পার্সটুডে/এসআইবি/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।