গান্ধীজি কখনোই রাজনীতি ও ধর্মকে মিশিয়ে দেননি: মনোজ ঝা
https://parstoday.ir/bn/news/india-i133490-গান্ধীজি_কখনোই_রাজনীতি_ও_ধর্মকে_মিশিয়ে_দেননি_মনোজ_ঝা
বিহারের রাষ্ট্রীয় জনতা দল বা ‘আরজেডি’ নেতা অধ্যাপক মনোজ ঝা এমপি ধর্ম এবং রাজনীতি নিয়ে একটি বড় বিবৃতি দিয়েছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জানুয়ারি ১৮, ২০২৪ ১৮:৫৬ Asia/Dhaka
  • বিহারের রাষ্ট্রীয় জনতা দল বা ‘আরজেডি’ নেতা অধ্যাপক  মনোজ ঝা এমপি।
    বিহারের রাষ্ট্রীয় জনতা দল বা ‘আরজেডি’ নেতা অধ্যাপক মনোজ ঝা এমপি।

বিহারের রাষ্ট্রীয় জনতা দল বা ‘আরজেডি’ নেতা অধ্যাপক মনোজ ঝা এমপি ধর্ম এবং রাজনীতি নিয়ে একটি বড় বিবৃতি দিয়েছেন।

আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে গান্ধীজির উদাহরণ দিয়ে বিজেপিকে টার্গেট করেন মনোজ ঝা। তিনি বলেন, আমার চোখে মহাত্মা গান্ধীর চেয়ে বড় হিন্দু আর কেউ নেই, যিনি গুলিবিদ্ধ হয়েও 'হে রাম' বলে পৃথিবী ছেড়ে চলে গেছেন। তিনি কখনোই রাজনীতি ও ধর্মকে মিশিয়ে দেননি।

আরজেডি নেতা মনোজ ঝা বলেন, মহাত্মা গান্ধী জানতেন যে  রাজনীতিতে ধার্মিকতা ধর্মান্ধতায় পরিণত হয়। ধার্মিকতা এবং  ধর্মান্ধতার পার্থক্য আমরা ভুলে গেছি। এই পার্থক্য ভুলে যাওয়ায়  প্রধানমন্ত্রী একটি উপকরণ হিসেবে কাজ করেছেন। দেশে বহু মাস ধরে  কর্মসংস্থান নিয়ে কোনও আলোচনা হয়নি। ২০১৪ সালের নির্বাচনে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘রাম মন্দির’ নয়, কর্মসংস্থানের প্রতিশ্রুতিতে ক্ষমতায় এসেছিলেন। ওরা জানে যে ব্যর্থ হয়েছে। তাই তাদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেছেন আরজেডি নেতা মনোজ ঝা এমপি।

 প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যায় বহুলালোচিত রামমন্দিরের ‘প্রাণপ্রতিষ্ঠা’ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। সে দিন ওই অনুষ্ঠান উপলক্ষে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে  কেন্দ্রীয় সরকার। এক বিজ্ঞপ্তিতে ২২ জানুয়ারি সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় সরকারি শিল্প প্রতিষ্ঠান দুপুর আড়াইটে পর্যন্ত বন্ধ থাকবে। কেন্দ্রীয় সরকারের ওই সিদ্ধান্তের পাশাপাশি  বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যেও  রামমন্দিরের ‘প্রাণপ্রতিষ্ঠা’ উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে।  

জানা  গেছে, দূরদর্শনে সরাসরি সম্প্রচারিত হবে রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান। ২২ জানুয়ারি  সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোটা অনুষ্ঠানই দেখা যাবে টেলিভিশনের পর্দায়। ডিডি নিউজ় এবং ডিডি ন্যাশনাল টিভি চ্যানেলে তা দেখা যাবে। বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাসে লাইভ দেখা যাবে ওই অনুষ্ঠান। এ ছাড়াও দেশ জুড়ে বিভিন্ন মন্দির চত্বরেও প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান  দেখানোর ব্যবস্থা করা হচ্ছে বলে বিজেপি সূত্রে প্রকাশ। 

এদিকে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে আজ প্রকাশিত হয়েছে স্মারক  ডাকটিকিট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্মারক ডাক টিকিটের উদ্বোধন করেছেন। এছাড়া একটি ডাকটিকিটের বইও উদ্বোধন করেছেন তিনি। ডাকবিভাগের কর্তৃপক্ষ জানিয়েছে, রাম মন্দির, চৌপাই, সূর্য, সয়যূ নদী এবং মন্দিরের যাবতীয় ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে ওই স্মারক ডাকটিকিটে। জানা গেছে, ৬টি ডাকটিকিটে আছে রাম মন্দির, ভগবান গণেশ, ভগবান হনুমান, জটায়ু, কেবৎরাজ এবং  শবরীর ছবি। 

আসন্ন লোকসভা নির্বাচনে রাম মন্দির প্রতিষ্ঠার বিষয়টি বিজেপির জন্য সবচেয়ে বড় ইস্যু এবং বিজেপি হিন্দুত্ব ইস্যুতে নির্বাচনী নৌকা পার হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাম মন্দির নিয়ে বিজেপির বিরুদ্ধে একনাগাড়ে বিভিন্ন অভিযোগ করছে বিরোধীরা। #    

 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।