রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা
মুসলিম ও খ্রিস্টানদের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করার আবেদন হিমন্তের
-
অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা
উত্তর প্রদেশের অযোধ্যায় আগামীকাল সোমবার বহুলালোচিত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতির মধ্যে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের কাছে বিশেষ প্রার্থনার আয়োজন করার জন্য আবেদন করেছেন।
আজ (রোববার)মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্তবিশ্ব শর্মা বলেন, অযোধ্যায় রাম মন্দিরের জমকালো অভিষেক অনুষ্ঠান শুধু হিন্দুদের বিজয় নয়, ভারতীয় সভ্যতার বিজয়েরও প্রতীক। তিনি বলেন, আমি আগামীকাল বিশেষ প্রার্থনার আয়োজন করার জন্য মুসলিম এবং খ্রিস্টানদের কাছে আবেদন করছি, যাতে আমরা সকল জাতি এবং সম্প্রদায় শান্তিতে একসাথে থাকতে পারি। এটা হিন্দুদের জয় নয়, ভারতীয় সভ্যতার জয়। এটা কোনো এক ধর্মের বিজয় নয়। একজন আক্রমণকারী একটি ভারতীয় উপাসনালয় ধ্বংস করেছে। বাবর একজন আক্রমণকারী, তিনি শুধুমাত্র হিন্দুদের আক্রমণ করেননি। ব্রিটিশ উপনিবেশবাদী এবং বাবরের মধ্যে কোন পার্থক্য নেই। বাবর ছিল বিদেশী শক্তি বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
আগামীকাল (সোমবার) অযোধ্যায় রাম মন্দিরে একটি প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে মুখ্য ভূমিকায় শামিল হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে উপস্থিত থাকবেন কয়েক হাজার বিশিষ্ট ব্যক্তি। এই উপলক্ষে অসমের বিজেপি সরকার আগামীকাল স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ছুটি ঘোষণা করেছে। এর মধ্যে বেসরকারি প্রতিষ্ঠানও রয়েছে। সরকারী কর্মচারীদের জন্য কেন্দ্রীয় সরকারের অর্ধ-দিবস ছুটির সাথে সামঞ্জস্য রেখে অসমে রাজ্য সরকারী কার্যালয়গুলো দুপুর আড়াইটা পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া রাজ্যে মাছ ও মাংসের দোকান আগামীকাল বিকেল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে দুপুর ২টা পর্যন্ত রেস্তোরাঁয় আমিষ খাবার পরিবেশনের ওপর নিষেধাজ্ঞা থাকবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উত্তর প্রদেশের অযোধ্যায় কয়েকশো বছরের পুরোনো ঐতিহাসিক বাবরি মসজিদ প্রকাশ্য দিবালোকে ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছিল ‘করসেবক’ নামধারী উগ্রহিন্দুত্ববাদী জনতা। তাদের দাবি- ওই স্থানটি ভগবান রামের জনস্থান। ওই ইস্যুতে দীর্ঘকাল ধরে আইনি লড়াইয়ের পর অবশেষে আদালতের রায়ে সেখানে তৈরি হয়েছে রাম মন্দির। আগামীকাল ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে এর উদ্বোধন হবে। ওই ইস্যুতে দেশজুড়ে মহাসমারোহে উৎসব ও উন্মাদনার পরিবেশ সৃষ্টি করেছে হিন্দুত্ববাদী বিজেপি। #
পার্সটুডে/এমএএইচ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।