ধর্ম ও রাষ্ট্রের মধ্যে নিজস্ব সীমারেখা ক্রমশ মুছে ফেলা হচ্ছে: কেরালার মুখ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/india-i133656-ধর্ম_ও_রাষ্ট্রের_মধ্যে_নিজস্ব_সীমারেখা_ক্রমশ_মুছে_ফেলা_হচ্ছে_কেরালার_মুখ্যমন্ত্রী
ভারতের কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ভাষা, ধর্ম, আঞ্চলিক বৈচিত্র নির্বিশেষে ভ্রাতৃত্ব ও সংহতি দৃঢ় করার জন্য আত্মনিয়োগ করার ওপর জোর দিয়েছেন। গতকাল (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি এ সংক্রান্ত মন্তব্য করেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জানুয়ারি ২৩, ২০২৪ ১৩:০৪ Asia/Dhaka
  • পিনারাই বিজয়ন
    পিনারাই বিজয়ন

ভারতের কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ভাষা, ধর্ম, আঞ্চলিক বৈচিত্র নির্বিশেষে ভ্রাতৃত্ব ও সংহতি দৃঢ় করার জন্য আত্মনিয়োগ করার ওপর জোর দিয়েছেন। গতকাল (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি এ সংক্রান্ত মন্তব্য করেন।

সিপিআই(এম)-এর পলিট ব্যুরো সদস্য পিনারাই বিজয়ন বলেন, বহুত্ব এবং বৈচিত্র্যের ধারণাকে বিকশিত করেই ভারত সমৃদ্ধ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বহুলালোচিত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কর্মসূচিতে শামিল হয়েছিলেন, সে সময়ে মুখ্যমন্ত্রী বিজয়ন তাৎপর্যপূর্ণ বার্তায় বলেন, ‘প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু স্পষ্ট করে বলেছিলেন, ধর্ম ও রাষ্ট্রের মধ্যে নিজস্ব সীমারেখা রয়েছে। কিন্তু সেই ব্যবধান ক্রমশ মুছে ফেলা হচ্ছে। সংবিধানে আসীন ব্যক্তিরা যেভাবে ধর্মীয় অনুষ্ঠানে প্রধান দায়িত্বনির্বাহী হয়ে উঠছেন তাতে আমাদের ধর্মনিরপেক্ষতার চরিত্র বড় প্রশ্নের মুখে পড়ছে। ধর্মীয় অনুষ্ঠানকে রাষ্ট্রীয় অনুষ্ঠান হিসেবে পালন করা হচ্ছে।’

তিনি বলেন, দেশের সংবিধান কোনও একটি ধর্ম, ভাষা বা অঞ্চলের প্রাধান্যকে স্বীকৃতি দেয়নি। বরং, স্বাধীনতা আন্দোলনের সময় থেকে সব বৈচিত্রের সম বিকাশকেই স্বীকৃতি দিয়েছে। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে শামিল না হওয়া প্রসঙ্গে বিজয়ন বলেন, সংবিধানের শপথ নিয়ে সাংবিধানিক পদে আসীন হয়ে কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া চলে না। সংবিধানের সেই নির্দেশ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থেকেই রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেননি।      

প্রধানমন্ত্রীসহ হিন্দুত্ববাদী বিজেপ নেতারা যখন হিন্দুত্বকে তুলে ধরার চেষ্টা করছেন, তখন সিপিএম নেতা ও মুখ্যমন্ত্রী বিজয়ন মনে করিয়ে দিয়েছেন, ‘ধর্মনিরপেক্ষতাই ভারতীয় গণতন্ত্রের মর্মবস্তু। স্বাধীনতার লড়াইয়ে জাতীয় সংগ্রামের প্রথম দিন থেকে ধর্মনিরপেক্ষতাই ভারতের পরিচিতি হয়ে থেকেছে। বিজয়ন আরও বলেন, ‘এই দেশ সব ধর্মের মানুষের। ধর্ম ব্যক্তিগত বিষয়। সংবিধান প্রত্যেককে তার বিশ্বাস অনুযায়ী ধর্ম পালনের অধিকার দিয়েছে। সাংবিধানিক পদে আসীন প্রত্যেকের দায়িত্ব এই নির্দেশ পালনে সচেষ্ট থাকা’ বলেও মন্তব্য করেছেন কেরালার মুখ্যমন্ত্রী ও সিপিআই(এম)-এর পলিট ব্যুরো সদস্য পিনারাই বিজয়ন।#   

পার্সটুডে/এমএএইচ/এমএআর/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।