ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাকে ভাতে মারতে চাচ্ছে, কিন্তু অত সহজ নয়: মমতা
-
মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাকে ভাতে মারতে চাচ্ছে, কিন্তু বাংলাকে ভাতে মারা অত সহজ নয় বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলাকে বঞ্চনার অভিযোগে আজ (শুক্রবার) কোলকাতায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্না-অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন। মমতা আজ বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন।
মমতা বিজেপিকে টার্গেট করে বলেন, ‘ওরা বলেছিল বছরে দু’কোটি লোককে চাকরি দেবে। কিন্তু ৪৪ শতাংশ বেকারত্ব বেড়ে গেছে! আর বাংলায় দরিদ্রতা কমে গেছে ৪০ শতাংশ।'
বিশ্বে ক্ষুধা সূচকে দেশের স্থান নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে মমতা বলেন, 'ক্ষুধা-তৃষ্ণায় ১২৫টা দেশের নীচে আমরা! লজ্জা করে না তাদের আবার। বাংলাদেশ পর্যন্ত তার উপরে। লজ্জা করে না! তারা আবার বড় বড় কথা বলে!’
কেন্দ্রীয় সরকারের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ (কন্যা সন্তানের নিরাপত্তা ও শিক্ষা) প্রকল্পে অর্থ বরাদ্দের সমালোচনা করে মমতা বলেন, বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্পে মাত্র ১০০ কোটি টাকা বাজেট! আর ওই একশো কোটি টাকাই বিজ্ঞাপন হবে। কিন্তু আমাদের কন্যাশ্রী ৮৫ লাখ ছিল, এবার ৯০ লাখ হবে। এমন বাজেট যে, পাঁচ টাকা করেও একটা রাজ্য পাবে না বিজ্ঞাপন বাদ দিয়ে।
দেশে ইতিহাস-ভুগোল, শিক্ষার পাঠসুচি পাল্টে দিচ্ছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিচ্ছে বলে কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করেছেন মমতা। একা লড়তে পারবে না বলে, যে তাদের বিরোধিতা করছে তাকেই জেলে ভরে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#
পার্সটুডে/এমএএইচ/এমএআর/২