মার্চ ০১, ২০২৪ ১৯:২১ Asia/Dhaka
  • বিজেপি এবং মোদী মিডিয়া একসাথে মিথ্যার ব্যবসা করছে: রাহুল গান্ধী

ভারতে বিজেপিশাসিত উত্তর প্রদেশে অপরাধের কিছু ঘটনার উল্লেখ করে প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী অভিযোগ করেছেন, রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার (কেন্দ্রে ও রাজ্যে বিজেপি সরকার) ‘জঙ্গলরাজের গ্যারান্টি’।

তিনি আজ (শুক্রবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মন্তব্য করেন। রাহুল গান্ধী বলেন, বিজেপি এবং মোদী মিডিয়া কীভাবে 'মিথ্যার ব্যবসা' করছে, উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তার সবচেয়ে বড় উদাহরণ। তার অভিযোগ- কোথাও নাবালিকা বোনের লাশ গাছে ঝুলতে দেখা গেছে, আবার কোথাও কোথাও ইট দিয়ে পিষে হত্যার ঘটনা ঘটেছে। কোথাও আইআইটি-বিএইচইউ ক্যাম্পাসে বিজেপি সদস্যদের দ্বারা গণধর্ষণের ধৃষ্টতা, কোথাও বিচার না পেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন এক মহিলা বিচারক। 

এরপরেই তিনি বলেন, এ হল সেই রাজ্যের অবস্থা যার আইনশৃঙ্খলা ব্যবস্থার প্রশংসা করতে মোদী মিডিয়া কখনই ক্লান্ত হয় না। তিনি বলেন, সম্প্রতি আম্বেদকর স্মৃতিসৌধের দাবিতে রামপুরে দশম শ্রেণির পরীক্ষা থেকে ফিরে আসা এক দলিত ছাত্রকে হত্যা করা হল উত্তর প্রদেশের জরাজীর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতির সবচেয়ে ভয়াবহ উদাহরণ। 

উত্তর প্রদেশের কংগ্রেস কর্মীরা বিজেপিতন্ত্র এবং অপরাধীদের এই জোটের বিরুদ্ধে প্রত্যেকটি জেলা এবং প্রত্যেকটি তহসিলে প্রতিবাদ করে ন্যায়বিচারের জন্য সোচ্চার হবে। মোদী মিডিয়ার তৈরি মিথ্যা ইমেজ থেকে বেরিয়ে এসে সত্য দেখার সময় এসেছে, ডাবল ইঞ্জিন সরকার 'জঙ্গলরাজের গ্যারান্টি' বলেও কটাক্ষ করেছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি।  #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।    

ট্যাগ