মণিপুরে অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে অপহৃত হলেন সেনা কর্মকর্তা, তল্লাশি শুরু
https://parstoday.ir/bn/news/india-i135364-মণিপুরে_অজ্ঞাত_দুর্বৃত্তদের_হাতে_অপহৃত_হলেন_সেনা_কর্মকর্তা_তল্লাশি_শুরু
ভারতে বিজেপিশাসিত মণিপুরের থৌবলে নিজ বাড়ি থেকে সেনাবাহিনীর একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে অপহৃত হয়েছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ০৮, ২০২৪ ১৯:০৮ Asia/Dhaka
  • মণিপুরে অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে অপহৃত হলেন সেনা কর্মকর্তা, তল্লাশি শুরু

ভারতে বিজেপিশাসিত মণিপুরের থৌবলে নিজ বাড়ি থেকে সেনাবাহিনীর একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে অপহৃত হয়েছেন।

২০২৩ সালের মে মাসে রাজ্যটিতে সহিংসতা শুরু হওয়ার পর থেকে এটি মণিপুরে চতুর্থ ঘটনা, যেখানে ছুটিতে থাকা কোনো সেনা জওয়ান বা তাদের আত্মীয়দের লক্ষ্যবস্তু করা হয়েছে। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এ ধরনের তিনটি ঘটনা ঘটেছে।  

জানা গেছে, চারংপাট মামাং লিকাইয়ের বাসিন্দা কনসাম খেদা সিং নামে ওই সেনা কর্মকর্তাকে আজ (শুক্রবার) সকাল ৯ টা নাগাদ বাসা থেকে অপহরণ করা হয়। জানা গেছে, ওই সেনা কর্মকর্তা ছুটিতে ছিলেন। শুক্রবার সকাল ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তার বাড়িতে ঢুকে তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। পুলিশ বলছে,  অপহরণের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে এটি চাঁদাবাজির ঘটনা, কারণ এর আগেও কনসামের পরিবার এ ধরনের হুমকি পেয়েছিল।

এদিকে, অপহৃত ওই সেনা কর্মকর্তাকে উদ্ধারে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। ১০২ জাতীয় সড়ক থেকে আসা-যাওয়া সমস্ত গাড়িতে তল্লাশি করা হচ্ছে।

প্রসঙ্গত, গতবছর ৩ মে থেকে মণিপুরে যে সহিংসতা চলছে তাতে এ পর্যন্ত কমপক্ষে ২১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ১১ শতাধিক মানুষ। রাজ্যে এ পর্যন্ত ৬৫ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়েছেন। এসব ঘটনায় ৬ হাজার মামলা নথিভুক্ত হয়েছে এবং ১৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, শুক্রবার থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর কাজ শুরু হয়েছে। প্রথম দফায় ৭ নাগরিককে সীমান্ত শহর মোরে পাঠানো হয়েছে। ১১ মার্চের মধ্যে ইম্ফল বিমানবন্দর থেকে ৭৭ জন নাগরিককে মিয়ানমারে ফেরত পাঠানো হবে। এই ৭৭ জন নাগরিকের মধ্যে ৫৫ জন নারী, ৫ জন শিশু এবং বাকিরা পুরুষ বলে জানা গেছে। এদেরকে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।  

প্রসঙ্গত, প্রসঙ্গত, ২০২৩ সালে শিরোনামে ছিল মণিপুর। গত বছরের ৩ মে থেকে এখানে সহিংসতা চলছে। বিজেপিশাসিত মণিপুরে ‘মেইতেই’ সম্প্রদায়কে ‘তপসিলি উপজাতি’ মর্যাদা দেওয়ার প্রচেষ্টা শুরু হলে, এর বিরোধিতায় ‘কুকি’ ও অন্যান্য উপজাতি সংগঠন যৌথভাবে মাঠে নামায় সেখানে সহিংসতা চলছে।#  

পার্সটুডে/এমএএইচ/এমএআর/৮