কেজরির গ্রেপ্তারি নিয়ে হঠাৎ ‘উদ্বেগ’ জার্মানির! দিল্লি বলল, ‘নির্লজ্জ হস্তক্ষেপ’
(last modified Sat, 23 Mar 2024 12:30:50 GMT )
মার্চ ২৩, ২০২৪ ১৮:৩০ Asia/Dhaka
  • আদমী পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল
    আদমী পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন আম আদমী পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। আর সেই গ্রেপ্তারি নিয়ে মুখ খুলল জার্মানি। সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে তাদের প্রত্যাশা কেজরিওয়াল ন্যায্য ও পক্ষপাতহীন বিচার পাবেন। তাদের এমন মন্তব্যে অসন্তুষ্ট ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জার্মানির মন্তব্যের প্রতিবাদ করা হয়েছে। এই ধরনের মন্তব্যকে 'নির্লজ্জ হস্তক্ষেপ' বলে উল্লেখ করেছে নয়াদিল্লি।

ঠিক কী বলা হয়েছে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে? মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন,”আমরা জানি ভারত এক গণতান্ত্রিক দেশ। আমাদের প্রত্যাশা, এই মামলাতে সেই স্বাধীন ন্যায়বিচারের মানই বজায় রাখা হবে। যে কোনও অভিযুক্তের মতোই কেজরিওয়ালও ন্যায্য ও পক্ষপাতহীন বিচারের অধিকারী। কোনও বিধিনিষেধ ছাড়াই তিনি যেন সব ধরনের আইনি রাস্তায় যেতে পারেন।”

জার্মানির এ ধরনের মন্তব্যের প্রতিবাদ করেছে ভারত। শনিবারই নয়াদিল্লিতে অবস্থিত জার্মান রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছিল। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ধরনের মন্তব্যকে আমাদের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপ এবং বিচার বিভাগের স্বাধীনতাকে ছোট করার প্রয়াস বলেই দেখছি আমরা। ভারত আইনের শাসনাধীন এক প্রাণবন্ত ও শক্তিশালী গণতন্ত্র।’ একে ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নির্লজ্জ হস্তক্ষেপ’ বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে আবগারি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছেন আম আদমি পার্টির প্রধান। শুক্রবার রাউজ অ্যাভিনিউ আদালতে তোলা হয় তাঁকে। সেখানে ১০ দিনের জন্য কেজরিওয়ালকে হেফাজতে নেওয়ার অনুমতি চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে ২৮ মার্চ পর্যন্ত কেজরির ইডি হেফাজত মঞ্জুর করেছে আদালত।#

পার্সটুডে/এমবিএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ