ভারতে ১ এপ্রিল থেকে ৮০০ জরুরি ওষুধের দাম বাড়ছে, মধ্যবিত্তরা ক্ষুব্ধ
https://parstoday.ir/bn/news/india-i136154
ভারতে আগামী ১ এপিল থেকে অ‌্যান্টিবায়োটিক, পেইনকিলারসহ প্রায় ৮০০টি জরুরি ওষুধের দাম বাড়তে যাচ্ছে। ভারতের ওষুধ কোম্পানিগুলো দেশটির শাসকদল বিজেপির নির্বাচনী বন্ডে প্রায় ৯০০ কোটি টাকা দিয়েছে বলে খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলের দাবি, সেই বিপুল টাকা তুলতে ওষুধের দাম বাড়ানোর সুযোগ করে দিচ্ছে ক্ষমতাসীন বিজেপি।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মার্চ ৩০, ২০২৪ ১৭:৫৬ Asia/Dhaka
  • ভারতে ১ এপ্রিল থেকে ৮০০ জরুরি ওষুধের দাম বাড়ছে, মধ্যবিত্তরা ক্ষুব্ধ

ভারতে আগামী ১ এপিল থেকে অ‌্যান্টিবায়োটিক, পেইনকিলারসহ প্রায় ৮০০টি জরুরি ওষুধের দাম বাড়তে যাচ্ছে। ভারতের ওষুধ কোম্পানিগুলো দেশটির শাসকদল বিজেপির নির্বাচনী বন্ডে প্রায় ৯০০ কোটি টাকা দিয়েছে বলে খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলের দাবি, সেই বিপুল টাকা তুলতে ওষুধের দাম বাড়ানোর সুযোগ করে দিচ্ছে ক্ষমতাসীন বিজেপি।

তবে জাতীয় ওষুধ মূল‌্য নির্ধারণকারী সংস্থা ন‌্যাশনাল ফার্মাসিউটিক‌্যাল প্রাইসিং অথোরিটি  বা এনপিপিএ বলেছে, পাইকারি মূল‌্যসূচকের বিচার করে ওষুধের মূল‌্য নিয়ন্ত্রণকারী সংস্থা প্রতিবছরই এই দাম বাড়ায়।

প‌্যারাসিটামল, অ‌্যাজিথ্রোমাইসিনসহ বেশ কিছু স্টেরয়েড, ভিটামিন, মিনারেল জাতীয় ওষুধের দাম বাড়ছে বলে জানা গেছে।

উল্লেখ‌্য, গত বছরেই বহু ওষুধের দাম অন্তত ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে দাম বেড়েছিল ১০ শতাংশ। এদিকে, ওষুধের দাম বৃদ্ধির খবরে ফার্মা কোম্পানি ও কেন্দ্রীয় সরকারের ওপর স্বাভাবিকভাবেই মধ‌্যবিত্তের ক্ষোভ বাড়ছে।#

পার্সটুডে/জিএআর/৩০