দেশে একদলীয় গণতন্ত্র, স্বৈরাচারী শাসন চাইছে বিজেপি: মমতার অভিযোগ
https://parstoday.ir/bn/news/india-i136326-দেশে_একদলীয়_গণতন্ত্র_স্বৈরাচারী_শাসন_চাইছে_বিজেপি_মমতার_অভিযোগ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সব পরিবারকে নাগরিকত্ব মোদির গ্যারন্টি। পশ্চিমবঙ্গে লোকসভার নির্বাচনি প্রচারে এসে তৃণমূল কংগ্রেস ও বাম দলগুলোকে উদ্দেশ্য করে মোদী এমন তোপ দাগলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৪, ২০২৪ ১৮:৪৫ Asia/Dhaka
  • দেশে একদলীয় গণতন্ত্র, স্বৈরাচারী শাসন চাইছে বিজেপি: মমতার অভিযোগ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সব পরিবারকে নাগরিকত্ব মোদির গ্যারন্টি। পশ্চিমবঙ্গে লোকসভার নির্বাচনি প্রচারে এসে তৃণমূল কংগ্রেস ও বাম দলগুলোকে উদ্দেশ্য করে মোদী এমন তোপ দাগলেন।

তিনি বলেন, সিএএ নিয়ে তৃণমূল ও বামেরা আপনাদের ভুল বুঝিয়েছে। তারা আপনাদের ভয় দেখাচ্ছে। কেউ ভয় পাবেন না। আপনারা মোদির গ্যারান্টিতে নিশ্চিন্তে ভরসা করতে পারেন।”

আজ(বৃহষ্পতিবার) কোচবিহারের জনসভায় প্রধানমন্ত্রী এমন ভরসার কথা শোনালেন। এরইমধ্যে গোটা ভারতজুড়ে সিএএ চালু হয়েছে। তবে সিএএ নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে।

তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, সিএএর তীব্র বিরোধীতা ও সমালোচনা করে বলেছেন, এই আইন নাগরিকত্ব দেওয়া নয় বরং কেড়ে নেওয়ার ষড়যন্ত্র। মমতার সাফ কথা বাংলায় তিনি কোনোভাবেই সিএএ হতে দেবেন না।

সিএএ কার্যকর হওয়ার পর এই প্রথম বাংলায় এসে সিএএ নিয়ে সকলকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী।

দেশে একদলীয় গণতন্ত্র চাইছে বিজেপি! মাথাভাঙায় মমতা

Image Caption

এদিকে মাথাভাঙায় অপর এক নির্বাচনি জনসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বিজেপিকে তোপ দেগে বলেছেন, দেশে একদলীয় গণতন্ত্র চাইছে বিজেপি। লোকসভা ভোটের মুখে যেভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলি সক্রিয় হয়েছে তা সাম্প্রতিক অতীতে ভারতীয় রাজনীতিতে নজিরবিহীন।

প্রায় প্রতিদিনই নির্বাচনি আচরণ বিধি ভেঙে কোনও না কোনও বিরোধী নেতা ইডি, সিবিআই কিংবা আয়কর বিভাগের শিকারে পরিণত হচ্ছেন বলে মমতার অভিযোগ। তিনি বলেন, দেশে বিরোধীদের  অবস্থান সংকুচিত করে একদলীয় গণতন্ত্র ও স্বৈরাচারী শাসন চাচ্ছে বিজেপি।

পার্সটুডে/জিএআর/৪