এপ্রিল ১৫, ২০২৪ ১৭:২৬ Asia/Dhaka
  •  সুপ্রিম কোর্টে দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন নামঞ্জুর,  ইডিকে নোটিস

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন নামঞ্জুর করেছে সুপ্রিম কোট। আগামী ২৯ এপ্রিল মামলার পরবর্তী শুনানি হবে। ২৪ এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা ইডির কাছে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট।

আজ (সোমবার) সুপ্রিম কোর্টে দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন আবেদনের শুনানি শেষে সুপ্রিম কোর্ট জামিন নামঞ্জুর করে। আজকের শুনানীর সময় অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, নির্বাচনি প্রচার থেকে আটকে রাখার জন্যই আপ সুপ্রিমোকে গ্রেপ্তার করেছে ইডি।

আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে লোকসভা নির্বাচন। দ্বিতীয় দফার ভোট হবে ২৬ এপ্রিল। ফলে লোকসভা নির্বাচনের সময় অরবিন্দ কেজরিওয়ালকে জেলেই থাকতে হচ্ছে।

উল্লেখ্য, গত ২১ মার্চ ইডির হাতে গ্রেপ্তার হন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তার পর ইডি (ED) হেফাজত থেকে তাঁকে তিহাড় জেলে পাঠানো হয়। সেখান থেকেই সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেন দিল্লির মুখ্যমন্ত্রী।

পার্সটুডে/জিএআর/১৫

ট্যাগ