দুই কারণে দিল্লি কংগ্রেস প্রধানের পদ ছাড়লেন অরবিন্দর সিং লাভলি
https://parstoday.ir/bn/news/india-i137090-দুই_কারণে_দিল্লি_কংগ্রেস_প্রধানের_পদ_ছাড়লেন_অরবিন্দর_সিং_লাভলি
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের দিল্লি শাখার প্রধান অরবিন্দর সিং লাভলি পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে দিল্লি কংগ্রেসের সাধারণ সম্পাদক দীপক বাবারিয়ার সঙ্গে বিরোধ এবং দিল্লিতে আম আদমি পার্টির (এএপি) সঙ্গে কংগ্রেসের জোট বাঁধার ইস্যু উল্লেখ করেছেন তিনি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
এপ্রিল ২৮, ২০২৪ ১৯:৩৯ Asia/Dhaka
  • অরবিন্দর সিং লাভলি
    অরবিন্দর সিং লাভলি

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের দিল্লি শাখার প্রধান অরবিন্দর সিং লাভলি পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে দিল্লি কংগ্রেসের সাধারণ সম্পাদক দীপক বাবারিয়ার সঙ্গে বিরোধ এবং দিল্লিতে আম আদমি পার্টির (এএপি) সঙ্গে কংগ্রেসের জোট বাঁধার ইস্যু উল্লেখ করেছেন তিনি।

আজ (রোববার) সকালে অরবিন্দর সিং লাভলি জানান, তিনি কংগ্রেসের দিল্লি শাখার সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন। দিল্লির কংগ্রেস কর্মীদের স্বার্থরক্ষা করতে পারেননি তিনি অভিযোগ করেন।

কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খার্গের কাছে তার পদত্যাগপত্রে লাভলি বলেছেন যে, দিল্লি কংগ্রেস ইউনিটের সভাপতি হিসেবে কাজ চালিয়ে যেতে সক্ষম নন তিনি। পদত্যাগপত্রে অরবিন্দর লিখেছেন, দিল্লি কংগ্রেস ইউনিট এমন একটি দলের সঙ্গে জোট গঠনের বিরুদ্ধে ছিল, যা গঠিতই হয়েছে কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এবং যাদের মন্ত্রিসভার অর্ধেক মন্ত্রী দুর্নীতির অভিযোগে কারাগারে রয়েছেন। তাই দলের সভাপতির পদে থাকার আর কোনো কারণ দেখছেন না তিনি।

দলের প্রদেশ পর্যবেক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে লাভলি চিঠিতে বলেছেন, ‘এখন আমার কোনো কথাই গুরুত্ব পায় না। এমনকি দলের ব্লক সভাপতিদের নিয়োগেরও অনুমতি দেওয়া হয় না।’

উল্লেখ্য, অরবিন্দর সিং লাভলি দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের অধীনে একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। মাঝখানে ২০১৭ সালের দিকে একবার বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। কয়েক মাসের মধ্যে প্রত্যাবর্তন করেন কংগ্রেসে। আম আদমি পার্টির প্রবলবিরোধী হিসেবে পরিচিত লাভলি।

পার্সটুডে/আশরাফুর রহমান/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।