লোকসভা নির্বাচনের প্রথম দু’দফার ভোট দেখে বিজেপি ভয় পেয়ে গেছে: মমতা
https://parstoday.ir/bn/news/india-i137126-লোকসভা_নির্বাচনের_প্রথম_দু’দফার_ভোট_দেখে_বিজেপি_ভয়_পেয়ে_গেছে_মমতা
ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দু’দফার ভোট দেখে বিজেপি ভয় পেয়ে গেছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। উত্তরবঙ্গের ৬টি আসনে প্রথম দুই দফার ভোটে ভালো ফলের দাবি করেছে বিজেপি-তৃণমূল দু’পক্ষই। কিন্তু এই ৬টি আসনের মধ্যে ঠিক কটি আসন বিজেপি পাবে, তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
এপ্রিল ২৯, ২০২৪ ১৯:২৫ Asia/Dhaka
  • মমতা বন্দ্যোপাধ্যায়
    মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দু’দফার ভোট দেখে বিজেপি ভয় পেয়ে গেছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। উত্তরবঙ্গের ৬টি আসনে প্রথম দুই দফার ভোটে ভালো ফলের দাবি করেছে বিজেপি-তৃণমূল দু’পক্ষই। কিন্তু এই ৬টি আসনের মধ্যে ঠিক কটি আসন বিজেপি পাবে, তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুর্শিদাবাদের জঙ্গিপুরের সভায় বিজেপির প্রতি ইঙ্গিত করে মমতা বলেন, "প্রথম দু’দফাতেই ওরা এপাশ-ওপাশ-ধপাস। বাকি পাঁচ দফার কথা ভেবে ভয় পাচ্ছে। দিল্লি থেকে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে মুম্বাই, মুম্বাই থেকে বিহার, বিহার থেকে কেরল, কেরল থেকে বাংলা, সব জায়গায় ওরা মুখ থুবড়ে পড়বে।"

বিজেপি সরকারের বিরুদ্ধে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ তুলে তৃণমূল সুপ্রিমো বলেন, "বিজেপিকে একটি ভোটও দেবেন না। ওরা সাধারণ মানুষের দুঃখ কষ্ট বোঝে না। আবাস যোজনার টাকা আটকে রেখেছে। ১০০ দিনের টাকা দিচ্ছে না। বলে বেড়াচ্ছে, ওরা নাকি দু’বছর ধরে বিনামূল্যে রেশন দিচ্ছে। আমি বলছি, কেন্দ্রীয় সরকার একটা টাকাও দেয়নি। আমরা ৩২০০০ কোটি টাকা খরচ করে বিনামূল্যে রেশন দিচ্ছি।"

এসএসসি-র প্যানেল বাতিল ইস্যুতেও এদিন তীব্র সমালোচনা করেন মমতা। তিনি বলেন, "২৬ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নিল। কী উল্লাস ওদের চাকরি খেয়ে। এত ছেলেমেয়ে চাকরি পেয়েছে, সামান্য কিছু ভুল হতেই পারে। আমরা ভুল শুধরে নিতাম। একসঙ্গে এত ছেলেমেয়ের চাকরি খাওয়া যায় না।"

প্রসঙ্গত, ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের এই নজিরবিহীন রায়ের ফলে চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন। একই সঙ্গে আদালত জানিয়েছে, এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের সুদ-সহ বেতন ফেরত দিতে হবে। সুদের হার হবে বছরে ১২ শতাংশ। যদিও এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।