সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ‘জয়’ দেখছে তৃণমূল! বিজেপি বলছে আগে রায় হোক!
https://parstoday.ir/bn/news/india-i139474-সুপ্রিম_কোর্টের_পর্যবেক্ষণে_জয়’_দেখছে_তৃণমূল!_বিজেপি_বলছে_আগে_রায়_হোক!
ভারতের সুপ্রিম কোর্টের সিবিআই পর্যবেক্ষণে ‘সত্যের জয়’ হয়েছে বলে মন্তব্য করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তারা বলেছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার করে যাঁরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজ্য সরকারের অধিকার খর্ব করতে চায়, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত তাঁদের একটা শিক্ষা দিল। তবে, বিজেপি বক্তব্য, এটা কেবল পর্যবেক্ষণ, রায় নয়। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১০, ২০২৪ ১৬:৫১ Asia/Dhaka
  • সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ‘জয়’ দেখছে তৃণমূল! বিজেপি বলছে আগে রায় হোক!

ভারতের সুপ্রিম কোর্টের সিবিআই পর্যবেক্ষণে ‘সত্যের জয়’ হয়েছে বলে মন্তব্য করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তারা বলেছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার করে যাঁরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজ্য সরকারের অধিকার খর্ব করতে চায়, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত তাঁদের একটা শিক্ষা দিল। তবে, বিজেপি বক্তব্য, এটা কেবল পর্যবেক্ষণ, রায় নয়। 

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে সিবিআই তদন্তের ঢালাও ছাড়পত্র বা ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করার পরেও সিবিআই রাজ্যের অনুমতি ছাড়া একের পর এক মামলায় এফআইআর করতে শুরু করায় সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করেছিল রাজ্য সরকার। 

আজ (বুধবার) পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগকে মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চের পর্যবেক্ষণ, কেন্দ্র যে সিবিআইয়ের অপব্যবহার করছে, তা নিয়ে পশ্চিমবঙ্গের অভিযোগের গ্রহণযোগ্যতা রয়েছে। সিবিআই এফআইআর দায়ের করতে গেলে রাজ্যের অনুমতি নেওয়া  প্রয়োজন। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৩ অগস্ট।

তৃণমূল মুখপাত্র শান্তনু সেন বলেন, “১৯৬৩ সালে তৈরি হওয়া সিবিআই বিজেপির বিশ্বস্ত শাখা সংগঠনে পরিণত হয়েছে। বিরোধীশাসিত রাজ্যে রাজনৈতিক শাখা সংগঠন হিসাবে তাকে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য তৃণমূল নেতার।# 

পার্সটুডে/জিএআর/১১