মণিপুরে সরকার গঠনে রাজ্যপালকে চিঠি দিলেন বিজেপিসহ এনডিএ'র ২২ বিধায়ক
https://parstoday.ir/bn/news/india-i149568-মণিপুরে_সরকার_গঠনে_রাজ্যপালকে_চিঠি_দিলেন_বিজেপিসহ_এনডিএ'র_২২_বিধায়ক
ভারতের মণিপুরে আবার সরকার গঠনের তৎপরতা শুরু করেছে বিজেপি। রাষ্ট্রপতির শাসন তুলে নেওয়ার দাবি তুলে এ বার রাজ্যপালের কাছে গেলেন বিজেপি বিধায়করা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৮, ২০২৫ ১৫:৫৪ Asia/Dhaka
  • মণিপুরে সরকার গঠনে রাজ্যপালকে চিঠি দিলেন বিজেপিসহ এনডিএ'র ২২ বিধায়ক

ভারতের মণিপুরে আবার সরকার গঠনের তৎপরতা শুরু করেছে বিজেপি। রাষ্ট্রপতির শাসন তুলে নেওয়ার দাবি তুলে এ বার রাজ্যপালের কাছে গেলেন বিজেপি বিধায়করা।

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, বিজেপির আট জনসহ মোট ১০ জন এনডিএ বিধায়ক আজ (বুধবার) মণিপুরের রাজ্যপাল অজয়কুমার ভল্লার কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানিয়েছেন।

গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন মণিপুরের ২১ জন বিধায়ক। প্রধানমন্ত্রীর কাছে তাদের দাবি ছিল, মণিপুরে আবার সরকার গঠন করা হোক। বুধবার রাজ্যপালের কাছে গেছেন বিজেপির আট বিধায়ক ছাড়াও এনপিপির একজন বিধায়ক এবং নির্দলীয় ছিলেন এক জন।

নিশিকান্ত সিংহ নামে ওই নির্দলীয় বিধায়ক বলেন, ‘আমরা আশা করছি, শীঘ্রই মণিপুরে সরকার গঠন হবে। আমরা রাজ্যপালকে একটি চিঠি দিয়েছি। যেসব বিধায়ক আমাদের সমর্থন করছেন, তাদের সইও রয়েছে। ওই চিঠিতে ২২ জন সই করেছেন।’’

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই কেন্দ্রেীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করে। প্রায় দু’বছর ধরে অশান্ত মণিপুর। সেই আবহে বীরেন সিংহ মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরেও নতুন কোনও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। অচলাবস্থা তৈরি হওয়ায় রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল।

বিজেপি সূত্রের খবর, দলীয় বিধায়কদের একাংশ মনে করছেন, রাষ্ট্রপতি শাসন জারি করে মণিপুরের অশান্ত পরিস্থিতি আপাতত মোকাবিলা করা গেছে। এই পরিস্থিতিতে এখন আর রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন নেই। আবার সেখানে গণতান্ত্রিক সরকার গঠন হোক।#

পার্সটুডে/জিএআর/২৮