ভারতের কোথাও বাবরের নামে কোনো মসজিদ গড়তে দেয়া হবে না: সাধ্বী প্রাচি
(last modified Fri, 30 Dec 2016 11:11:12 GMT )
ডিসেম্বর ৩০, ২০১৬ ১৭:১১ Asia/Dhaka
  • ভারতের বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী সাধ্বী প্রাচি
    ভারতের বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী সাধ্বী প্রাচি

অগ্নিকন্যা হিসেবে পরিচিতি ভারতের বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী সাধ্বী প্রাচি বলেছেন, ‘বাবরের নামে কোনো মসজিদ ভারতের কোথাও গড়তে দেয়া হবে না। এটা আমাদের সঙ্কল্প।’ আজ (শুক্রবার) গণমাধ্যমে প্রকাশ, বৃহস্পতিবার উত্তর প্রদেশের মুরাদাবাদে তিনি ওই মন্তব্য করেছেন।

সাধ্বী প্রাচি বলেছেন, ‘রাম জন্মভূমি আমাদের ছিল, আছে এবং আমাদেরই থাকবে। দুনিয়ার কোনো শক্তি আমাদের কাছ থেকে তা ছিনিয়ে নিতে পারবে না এবং আমরা রাম জন্মভূমি বণ্টন হতেও দেব না।’   

বর্তমানে বাবরি মসজিদ এবং রাম জন্মভূমি বিতর্ক সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকলেও সাধ্বী প্রাচি অবশ্য তার একতরফা সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ‘আমরা আদালতের সিদ্ধান্তকে সম্মান জানাই কিন্তু রাম জন্মভূমি নিয়ে কোনো সমঝোতা করা হবে না।’

অন্য এক ইস্যুতে সাধ্বী প্রাচি বিতর্কিত দাবি করে বলেন, উত্তর প্রদেশের যেসব শহরে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে সেসব জায়গা থেকে মুসলিমদের ভয় এবং আতঙ্কে হিন্দুরা অন্যত্র পালিয়ে যাচ্ছে। উত্তর প্রদেশে কাশ্মিরের মতো পরিবেশ সৃষ্টি হয়েছে।

গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে প্রকাশ, বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক চম্পত রাই রাম মন্দির ইস্যুতে বলেছেন, ‘রাম জন্মভূমির বণ্টন হতে পারে না, হিন্দু সমাজের গোটা জমিই চাই।’ তিনি বলেন, ‘এটা ভগবানের জমিন। এটা মোদি সরকারের বিষয় নয়, আমাদের নিজস্ব মিশন।’

২০১০ সালে বাবরি মসজিদ সংক্রান্ত এলাহাবাদ হাইকোর্টের রায়ে এর দুই/তৃতীয়াংশ জমি হিন্দু পক্ষ এবং এক/তৃতীয়াংশ জমি মুসলিম পক্ষের মধ্যে বন্টন করার কথা বলা হয়। কিন্তু কোনো পক্ষই আদালতের ওই রায়ে সন্তুষ্ট নয়। বর্তমানে এ সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে।

উত্তর প্রদেশে আসন্ন নির্বাচনের আগে হিন্দুত্ববাদী নেতা নেত্রীরা পুনরায় রাম মন্দির ইস্যুতে ময়দানে নেমে পড়েছেন। এ নিয়ে ময়দান উত্তপ্ত হয়ে উঠলে বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৩০

   

 

ট্যাগ