'মুসলিমদের কারণে আল কায়েদা ও আইএস ভারতে শেকড় গাড়তে ব্যর্থ হয়েছে'
https://parstoday.ir/bn/news/india-i46613-'মুসলিমদের_কারণে_আল_কায়েদা_ও_আইএস_ভারতে_শেকড়_গাড়তে_ব্যর্থ_হয়েছে'
ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়কমন্ত্রী মুখতার আব্বাস নাকভি বলেছেন, ভারতে  আল কায়েদা ও আইএস শেকড় গাড়তে ব্যর্থ হয়েছে। এদের উদ্দেশ্য ব্যর্থ করার নেপথ্যে দেশের সমস্ত অংশের সঙ্গে মুসলিমদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০১৭ ১৭:১৭ Asia/Dhaka
  • সিরিয়ার গ্র্যান্ড মুফতি আহমদ বদরুদ্দিন হাসানের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়কমন্ত্রী মুখতার আব্বাস নাকভি
    সিরিয়ার গ্র্যান্ড মুফতি আহমদ বদরুদ্দিন হাসানের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়কমন্ত্রী মুখতার আব্বাস নাকভি

ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়কমন্ত্রী মুখতার আব্বাস নাকভি বলেছেন, ভারতে  আল কায়েদা ও আইএস শেকড় গাড়তে ব্যর্থ হয়েছে। এদের উদ্দেশ্য ব্যর্থ করার নেপথ্যে দেশের সমস্ত অংশের সঙ্গে মুসলিমদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ভারতে আসা সিরিয়ার গ্র্যান্ড মুফতি আহমদ বদরুদ্দিন হাসানের সঙ্গে গতকাল (মঙ্গলবার) সাক্ষাতের সময় নয়াদিল্লীতে তিনি ওই মন্তব্য করেন।  

নাকভি বলেন, ‘ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রচারাভিযানে অগ্রণী ভূমিকা পালন করছে। এবং সন্ত্রাসবাদ কোনোভাবেই বরদাস্ত না করার নীতিতে কাজ করছে।’  

মুখতার আব্বাস নাকভি আল কায়েদা ও আইএসকে শয়তানি শক্তির সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, মুসলিমরা এ ধরণের শয়তানি শক্তির উদ্দেশ্য ব্যর্থ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ভারত সংস্কৃতি, শান্তি, ভ্রাতৃত্ব এবং মানুষের মূল্যবোধে সমৃদ্ধ বলে নাকভি মন্তব্য করেন।

তিনি বলেন, ‘কারবালা ময়দানে সন্ত্রাস ও জুলুমের বিরুদ্ধে হজরত ইমাম হোসেনের  বার্তায় সবসময় ইসলাম ও মানবতার জন্য উপযুক্ত শিক্ষা রয়েছে।’

নাকভি বলেন, ভারত বিভিন্ন ধর্ম, ভাষাভাষীর এক বড় দেশ কিন্তু তা সত্ত্বেও আমাদের ঐক্য ও সম্প্রীতির সংস্কৃতি দেশের সংহতি ও গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সংযুক্ত রয়েছে। ভারতের এই শক্তি মানবতা ও শান্তির শত্রু শক্তিকে পরাজিত করে।  

সিরিয়ার গ্র্যান্ড মুফতি হাসান বলেন, ইসলাম সবসময় সন্ত্রাসবাদ এবং অন্যান্য সব ধরনের সহিংসতার বিরুদ্ধে শক্তিশালী বার্তা প্রদান করেছে। ইসলামে সবসময় মানবতা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা দেয়া হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। #

পার্সটুডে/এমএএইচ/এআর/২৭