বিমান ভূপাতিত হওয়ার পর গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। পাকিস্তানি সামরিক বাহিনীর পাল্টা হামলায় আজ (বুধবার) ভারতের দুটি জঙ্গিবিমান বিধ্বস্ত ও অন্তত দুজন পাইলট আটক হওয়ার পর তিনি এ বৈঠক করলেন। ভারতের হিন্দুস্তান টাইমস এ খবর দিয়েছে।
বৈঠকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, ভারতীয় সেনা, বিমান ও নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা এবং দেশের অন্য নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেছেন, তাদের একজন পাইলট বিমান হামলা চালাতে গিয়ে নিখোঁজ রয়েছেন। পাকিস্তানি সামরিক বাহিনীর হাতে তিনি আটক রয়েছেন বলে ইসলামাবাদ যে দাবি করেছে ভারত তা খতিয়ে দেখছে। রাভিশ কুমার আরো বলেন, ভারতের আকাশসীমায় আজ পাকিস্তানের বিমান শণাক্ত করার পর পাল্টা ব্যবস্থা নেয়া হয়।
এর আগে পাকিস্তানি সামরিক বাহিনী বলেছে, তারা ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত এবং দুজন পাইলটকে আটক করেছে। এর মধ্যে একজন হাসপাতালে রয়েছেন।#
পার্সটুডে/এসআইবি/২৭