বিহারে জাতীয় নাগরিকপঞ্জি ‘এনআরসি’ কার্যকর হবে না: নীতিশ কুমার
https://parstoday.ir/bn/news/india-i77701-বিহারে_জাতীয়_নাগরিকপঞ্জি_এনআরসি’_কার্যকর_হবে_না_নীতিশ_কুমার
ভারতের বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ প্রধান নীতিশ কুমার রাজ্যে জাতীয় নাগরিকপঞ্জি ‘এনআরসি’ কার্যকর হবে না বলে জানিয়েছেন। গতকাল (রোববার) বিহারের দ্বারভাঙায় এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০২০ ১১:৫৪ Asia/Dhaka
  • নীতিশ কুমার
    নীতিশ কুমার

ভারতের বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ প্রধান নীতিশ কুমার রাজ্যে জাতীয় নাগরিকপঞ্জি ‘এনআরসি’ কার্যকর হবে না বলে জানিয়েছেন। গতকাল (রোববার) বিহারের দ্বারভাঙায় এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এর আগে গত ডিসেম্বরে তিনি সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বিহারে এনআরসি হবে না বলে জানিয়েছিলেন। কিন্তু এই প্রথম তিনি প্রকাশ্য সমাবেশে রাজ্যে এনআরসি কার্যকর করা হবে না বলে জানালেন। একইসঙ্গে কোনোভাবেই সংখ্যালঘুদের সাথে অবিচার হতে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেছেন।

রাজ্যটিতে জেডিইউ ও বিজেপি জোট সরকার ক্ষমতায় থাকার সুবাদে নীতিশ কুমারের ওই ঘোষণা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, বিজেপি গোটা দেশে এনআরসি কার্যকর করতে চায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই সংসদে গোটা দেশে এনআরসি কার্যকর হওয়ার কথা বলেছেন।

জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) প্রসঙ্গে নীতিশ কুমার বলেন, এনপিআর কোনও পরিবর্তন ছাড়াই ২০১০ সালের নিয়ম অনুযায়ী হবে। বিহারের দ্বারভাঙার মাওলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লোকেরা মুখ্যমন্ত্রীকে সিএএ, এনআরসি এবং এনপিআর নিয়ে কথা বলতে বললে তিনি ওই মন্তব্য করেন। তিনি অবশ্য বহুলালোচিত বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে কোনও মন্তব্য করেননি। কেন্দ্রীয় সরকার এনপিআর-এ পুরোনো নিয়মের পাশাপাশি কিছু নয়া তথ্য জানতে চাওয়ায় বিতর্ক সৃষ্টি হয়েছে। নীতিশ কুমার এক্ষেত্রে পুরোনো নিয়মের পক্ষপাতি।

মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এদিন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ প্রসঙ্গে বলেন, দেশের স্বাধীনতা সংগ্রাম ও শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদানকে ভোলা যায় না। মানুষ যেমন গান্ধীজিকে স্মরণ করে, ঠিক একইভাবে মাওলানা আজাদকেও মনে রাখা উচিত। নতুন প্রজন্মকে তাঁর জীবন ও কর্ম সম্পর্কে জানা প্রয়োজন। পাঠ্যসূচিতে মাওলানা আজাদের জীবনী অন্তর্ভুক্ত করা উচিত বলেও নীতিশ কুমার মন্তব্য করেন।

নীতীশ কুমার সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে মাওলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। কুরআন শরীফ তেলাওয়াতের মধ্যদিয়ে ভিত্তিপ্রস্তরের সূচনা হয়। তিনি এখানে প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে শিক্ষার্থীদের জন্য স্কুল ও হোস্টেল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।